Durga Puja 2020: পুজোয় পার্টির আগে এই প্যাকটি লাগিয়ে পান ন্যাচারাল গ্লো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সামনেই তো পুজো চলে এল। এই পুজোয় বিউটি পার্লার যাওয়ার কথা খুব একটা বোধহয় ভাবছেন না নিশ্চয়ই। টাকা আর নিরাপত্তা দুটোই তো দেখতে হবে এই করোনার মধ্যে। কিন্তু তাই বলে কি পুজোয় রূপচর্চা হবে না! ঘরে বসেই ট্রাই করে ফেলুন এই তিনটি প্যাক, আর পেয়ে যান বিউটি পার্লারের মতো জেল্লা।

১. নিম আর তুলসীর প্যাক

মুখে ন্যাচারাল গ্লো আনার প্রথম ধাপ হল মুখ থেকে ডেড স্কিন সেল তুলে দেওয়া। আর সেই কাজ খুব ভাল করে করবে নিম। তার সঙ্গে তুলসী দেবে সজীবতা। নিম আর তুলসী এই দুই উপাদানের মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপকরণ আবার সহজেই মুখে ব্যাকটেরিয়াল কোনও সমস্যা থাকলে সেখানেও উপকার দেবে। তেলতেলে স্কিন হলে এটা সবচেয়ে ভাল।

উপকরণঃ

  • ১০-১২ টা নিমপাতা
  • ১৫টা মতো তুলসী পাতা

পদ্ধতিঃ

নিমপাতা আর তুলসী পাতা ভাল করে বেটে আগে একটা পেস্ট করে নিন। কিছু তুলসী আর নিমপাতা একটু ছিঁড়ে রেখে দেবেন পেস্ট করার আগে। পেস্ট করার পর ওই ছেড়া পাতা পেস্টের মধ্যে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে, গলায়, হাতে ভাল করে মেখে হাল্কা হাতে ম্যাসাজ করুন। নিম আর তুলসীর ছেঁড়া পাতা একটা খড়খড়ে ভাব আনবে, যাতে মুখ থেকে ময়লা উঠে আসবে। চাইলে সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস নিতে পারেন। ২০ মিনিট মতো রেখে দিয়ে অল্প উষ্ণ জলে আগে, তারপর সাধারণ জলে মুখ ধুয়ে নিন। এতে দেখবেন মুখ অনেক পরিষ্কার, ফ্রেশ আর উজ্জ্বল লাগছে।

২. হলুদ আর মধুর প্যাক

এবার আসল ধাপ। মুখ পরিষ্কার করার পর এবার মুখে জেল্লা আনার পালা। বাছাই করা এমন সব উপাদানের নাম বলব, শুনেই মনে হবে জেল্লা বেড়ে গেল।

উপকরণঃ

  • হলুদ ১ চামচ
  • মধু ২ চামচ
  • চন্দন গুঁড়ো ২ চামচ
  • অল্প কেশর
  • দুধ
  • অরেঞ্জ পিল

আরও পড়ুন: ফুল দিয়ে ত্বক পরিচর্যা এখন ট্রেন্ডিং, জেনে নিন আপনার ত্বকের জন্য কোন ফুল সেরা

পদ্ধতিঃ

কাঁচা হলুদ বাটা এক্ষেত্রে লাগবে। না হলে অরগানিক হলুদ গুঁড়ো। এর বাইরে কিচ্ছু না। আগে হলুদ নিয়ে তার মধ্যে মধু, চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। চন্দন গুঁড়ো না থাকলে চন্দন বেটেও দেওয়া যায়। আগে থেকে দুধে কেশর ভিজিয়ে রাখুন। সেই কেশর দুধ সমেত দিয়ে দিন। গোটা মিশ্রণ তৈরি করুন দুধ দিয়ে। একটা ঘন মিশ্রণ তৈরি হবে। এর ওপর অরেঞ্জ পিল গুঁড়ো দিয়ে আবার ভাল করে মেশান। অন লাইনে অরেঞ্জ পিল পেয়ে যাবেন। এই মিশ্রণ মুখে মেখে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে নিন। আপনার ন্যাচারাল গ্লো দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন।

৩. অ্যালোভেরা আর দইয়ের প্যাক

যে জেল্লা আপনি পেলেন, এবার সেটা তো ধরে রাখতে হবে। তার জন্য এই প্যাক। ড্রাই স্কিন যাদের তাঁরা এটি অবশ্যই করুন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest