মুম্বই: সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের ঝড় তুললেন এক সময়ের অভিনেত্রী, বিগবসের প্রতিযোগী ও এখন সন্ন্যাসী সোফিয়া হায়াত !
যেখানে করোনা নিয়ে বিশ্বে বিপর্যয়ের মুখে৷ গোটা বিশ্বে যখন মৃত্যু মিছিল বেড়েই চলেছে ৷ ঠিক এমন সময় এই ধরনের কীর্তি করে রীতিমতো আগুন জ্বালিয়েছেন সোফিয়া৷ তা কী করলেন সোফিয়া?
View this post on InstagramA post shared by Sofia Hayat (@sofiahayat) on
আরও পড়ুন: হলিউডি মহরতে দেশি প্রথা! দেখুন প্রিয়াঙ্কার নারকেল ভাঙার ভাইরাল ভিডিও
সোফিয়া হায়াত, তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে সম্প্রতি এক ছবি আপলোড করেছেন ৷ যে ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ নেটিজেনরা ছবি দেখে বলছেন, সোফিয়া হিন্দু ধর্ম ও ঐতিহ্যকে আঘাত হেনেছেন ! সোফিয়ার ইনস্টাগ্রামে উঁকি মারলে দেখা যায়, সোফিয়া একটি ছবি আপলোড করেছেন, যেখানে দেওয়ালে লেখা রয়েছে ‘ওম’ মন্ত্র ৷ আর তাঁর সামনে প্রায় নগ্ন হয়ে দাঁড়িয়ে নিজের নিতম্বকে উন্মুক্ত করেছেন সোফিয়া ৷
ছবি আপলোড করে সোফিয়া লিখেছেন, ‘আমিই দেবতা…আমি দেবী…’ নেটিজেনের বিতর্কের উত্তরে সোফিয়া লিখেছেন, ‘আমার এই ছবি হিন্দুত্বকে আঘাত হানবে কীভাবে? যে হিন্দু ধর্মে উন্মুক্ত দেবীর পুজো হয়, আমার এই ছবি সেখানে বিতর্কে আনবে না মোটেই ! ’
View this post on InstagramGoddess of LOVE!!!! I’m burning bright!!!! Look up in the sky!!!! ALL HAIL TO VENUS!!!
A post shared by Sofia Hayat (@sofiahayat) on
আরও পড়ুন: করোনা যুদ্ধে ঘরবন্দি কনসার্ট শাহরুখ-প্রিয়াঙ্কা-লেডি গাগাদের, তৈরি হল ১৩ কোটি ডলারের তহবিল