MI vs RR: মুম্বইকে একাই টানলেন সূর্যকুমার যাদব, বল হাতে ভেল্কি দেখালেন গোপাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের সৌজন্যে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স৷ এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ তিনি এবং কুইন্টন ডি কক শুরুটা ভাল করলেও বড় রান পাননি৷ কিন্তু মুম্বই ইনিংসকে একাই টেনে নিয়ে যান তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব৷ ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি৷

মুম্বই অধিনায়ক রোহিত এ দিন ২৩ বলে ৩৫ রান করেন৷ কুইন্টন ডি কক ১৫ বলে ২৩ রান করে ফিরে যান৷ যদিও ঈষাণ কিষান এবং ক্রুণাল পান্ডিয়া দ্রুত ফিরে গেলেও তাঁদের ব্যর্থতা ঢেকে দেন সূর্যকুমার৷ এ দিন একটা সময়ে মুম্বই ইন্ডিয়ান্সকে যথেষ্টই চাপে রেখেছিল রাজস্থান৷ যদিও শেষ কয়েক ওভারে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার আক্রমণাত্মক ব্যাটিং মু্ম্বইকে সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে৷১৯ বলে ৩০ রানে অপরাজিত থাকেন হার্দিক৷ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ সূর্যকুমার এবং হার্দিকের জুটিতে ওঠে ৭৬ রান৷

আরও পড়ুন: চেন্নাইয়ের বিরুদ্ধে ছন্দে ফিরতে মরিয়া রাসেল, গান শোনালেন KKR ফ্যানদের

অন্যদিকে, শেন ওয়ার্নের মতো একজন লেজেন্ডারি লেগস্পিনারের পরামর্শ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাত ঘুরিয়ে প্রমাণ করলেন শ্রেয়স গোপাল। প্রথমে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ৩৫ রান করে শ্রেয়স গোপালের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ক্যাচ দিয়ে ডাগ আউটে ফেরেন। ঠিক তার পরমুহুর্তেই ঈশান কিশানের উইকেট তুলে নেন শ্রেয়স গোপাল। ম্যাচে মোট চার ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৮ রান দিয়ে বিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে মেন্টর শেন ওয়ার্নের পরামর্শকে সঠিকভাবে কাজে লাগালেন শ্রেয়স গোপাল।

পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই৷ অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া রাজস্থান৷ টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও কেকেআর এবং আরসিবি-র কাছে হারের পর বেশ চাপে স্টিভ স্মিথের দল৷ ফলে আবু ধাবিতে ছন্দে থাকা মুম্বইকে হারিয়ে জয় পাওয়াটা যথেষ্টই কঠিন হবে রাজস্থানের কাছে৷ এই ম্যাচে মুম্বই প্রথম এগারোয় কোনও পরিবর্তন করেনি৷ কিন্তু রাজস্থান দলে তিনটি পরিবর্তন করেছে৷

আগের ম্যাচে ব্যর্থ হলেও এবারের আইপিএল-এ যথেষ্ট সফল রাজস্থান রয়্যালসের টপ অর্ডার৷ মুম্বইয়ের রান তাড়া করে তারা দলকে জয়ের সরণীতে ফেরাতে পারেন কি না, সেটাই এখন দেখার৷

আরও পড়ুন: আইপিএলে কোচেরা কেমন বেতন পান ? সবথেকে বেশি বেতন পাওয়া কোচের নাম জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest