২৫ বছর পর বেলুড় মঠে মহারাজ, দুঃস্থদের ২০০০ কেজি চাল বিতরণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বুধবার বেলুড় মঠে গিয়ে গরিবদের জন্য ২০০০ কেজি চাল দিলেন।

গত সপ্তাহে ৫০ লক্ষ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌরভ। এ দিন তিনি চাল দেওয়ার উদ্দেশেই যান বেলুড় মঠে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। জানা গিয়েছে, লাল বাবা রাইস নামে এক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগ নিয়েছেন সৌরভ।

আরও পড়ুন: চাপা পরে গিয়েছিল করোনায়, নিজামুদ্দিন টেনে এনে গেরুয়া শিবির ফিরিয়ে আনছে CAA-NRC

স্বয়ং সৌরভও এক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘২৫ বছর পর বেলু়ড় মঠে এলাম। যাঁদের প্রয়োজন, তাঁদের ২০০০ কেজি চাল দেওয়া হল।’ সৌরভের টুইটে রয়েছে চারটি ছবি। যাতে বেলুড় মঠে সন্ন্যাসীদের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে।

আরও পড়ুন: দেশে অমিল করোনা সুরক্ষা কিট তা সত্ত্বেও সার্বিয়াকে চিকিৎসা সামগ্রী রফতানি! নিরুত্তর কেন্দ্র

করোনা আতঙ্কের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এই অবস্থায় সবচেয়ে বিপদের মধ্যে পড়েছেন দেশের গরিব মানুষরা। ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে তাঁদের অন্নের ব্যবস্থা করছেন বোর্ড প্রেসিডেন্ট। ঘরের ছেলে সৌরভ গাঙ্গুলির মানবিক মুখ দেখল গোটা বাংলা।এর আগে সৌরভ প্রয়োজনে ইডেনকে কোয়রান্টিন কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারকে। সৌরভের নেতৃত্বে বিসিসিআই করোনা প্রতিরোধে ৫১ কোটি টাকা দান করেছে।

Gmail 7

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest