একবারে 10 সন্তানের জন্ম দিয়েছেন, দাবি দক্ষিণ আফ্রিকার মহিলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দুই বা তিন নয় ৷ একসঙ্গে 10 সন্তানের জন্ম দিয়েছেন ৷ দক্ষিণ আফ্রিকার গাউতেং-এর বাসিন্দা গোসিয়াম থামারা সিথল সম্প্রতি 10 সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন ৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টে এমনই জানানো হয়েছে ৷ বিষয়টি সত্যি হলে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে ফেলবেন ৷

জানা গিয়েছে, তিনি ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা গত সোমবার রাতে 10টি সন্তানকে দেখে চমকে গিয়েছিলেন ৷ কারণ তাঁরা মনে করেছিলেন ছয় বা তাঁর কিছু বেশি সন্তানের জন্ম দেবেন সিথল ৷ কারণ স্ক্য়ানের রিপোর্ট দেখে তেমনই জানিয়েছিলেন সিথলের চিকিৎসক ৷ সোমবার রাতে সিথল 7 পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৷

আরও পড়ুন : ঘুমের মধ্যেই মৃত্যু! মাতৃহারা বোমান ইরানি দিলেন আবেগঘন বার্তা

সিথল জানিয়েছেন, তাঁর গর্ভধারণ স্বাভাবিক ছিল ৷ তিনি এর জন্য কোনওরকম বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসার মধ্যে দিয়ে যাননি ৷ কারণ, ইতিমধ্যেই তাঁর 6 বছরের যমজ সন্তান রয়েছে ৷ সিথলের স্বামী তেবহ তোসতেতসি প্রোটিয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর স্ত্রী সাত মাস সাতদিনের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এই সময়ের মধ্যেই তিনি সন্তানের জন্ম দিয়েছেন ৷ তিনি দশ সন্তানের বাবা হয়ে খুব খুশি বলে জানিয়েছেন ৷

গোসিয়াম থামারা সিথল 10 সন্তানের জন্ম দিয়ে মরক্কো’র বাসিন্দা মালিয়ান হালিমা সিজকে পিছনে ফেলে দিয়েছেন ৷ তিনি গত মে মাসে 9 সন্তানের জন্ম দিয়েছিলেন ৷ যদিও, এ নিয়ে এখনও নিশ্চিত নয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের আধিকারিকরা ৷ তাঁরা বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছেন ৷ সেই মতো তাঁদের প্রতিনিধিকেও সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে ৷

আরও পড়ুন : 6.95 ইঞ্চি ডিসপ্লে -5000mAh ব্যাটারি: লঞ্চ করল Infinix Note 10 এবং Infinix Note 10 Pro, জানুন দাম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest