লা লিগায় আজ মাঠে মেসি, উত্তেজনায় ফুটছেন ফ্যানরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবারই শুরু হয়েছে লা লিগা। প্রথম ম্যাচে সেভিয়া ২-০ হারিয়েছে রিয়াল বেতিসকে। আজ গভীর রাতে বার্সেলোনার জার্সিতে লা লিগায় মাঠ কাঁপাতে নামছেন মেসি।এক দিকে যেমন নজর থাকবে মেসির উপরে যে, তাঁর ফুটবল জাদুতে কোনও ভাবে থাবা বসাতে পেরেছে কি না করোনার লকডাউন, তেমনই আগ্রহের কেন্দ্রে বার্সা কোচ কিকে সেতিয়েন। 

আরও পড়ুন : জীবনের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে প্রয়াত বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার

ফের ফুটবলে পা দেওয়াকে উপহার হিসেবে দেখছেন লিওনেল মেসি। করোনাভাইরাসের জেরে ঠিক তিন মাস পাঁচ দিন পরে মাঠে নামছে বার্সেলোনা। রিয়াল মায়োর্কার বিরুদ্ধে। শনিবার রাতের সেই ম্যাচ ঘিরে আলোচনার শেষ নেই।

লা লিগাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে সামান্য তফাৎ বার্সেলোনার। দু’পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা। খেতাবের দৌড়ে থাকতে হলে পরপর কয়েকটি ম্যাচ জেতা জরুরি।আদিদাস টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে মেসি বলেছেন, ‘তিন মাস পরে মাঠে নামব। একটা সময়ে চিন্তা হয়ে গিয়েছিল, ফের মাঠে নামতে পারব কি না। ভাবতে হয়েছিল অনেক কিছুই।’

বৃহস্পতিবার প্র্যাক্টিসে বার্সা তারকার দুরন্ত গোলের ভিডিয়ো ভাইরাল। গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে রেখে দেন। কোচ কিকে সেতিয়েন নিজেও তাজ্জব সেই গোল দেখে। মেসির কথায়, ‘তিন মাস পরে ফুটবলে ফেরাকে আমি উপহার হিসেবে দেখছি। সেই উপহার গ্রহণ করেছি। লক্ষ্য থাকবে, সেই উপহারের সঠিক মর্যাদা দেওয়া। নানা অনিশ্চয়তার মধ্যে নিজেকে তৈরি রেখেছি, আশা করি, ভালো ভাবেই পারফর্ম করতে পারব।’

আরও পড়ুন : ভরা স্টেডিয়ামেই খেলবে ভারত! অজি প্রধানমন্ত্রীর ঘোষণায় পালে হাওয়া পেল T20 বিশ্বকাপ

Gmail 2
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest