পেলের রেকর্ড ভাঙলেন রোনাল্ডো, বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে তিনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৩৫ বছর বয়সেও প্রতিদিন ভাঙছেন একের পর এক রেকর্ড। এখনও অদম্য স্পিরিট। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার জুভেন্তাসের (Juventus) তারকা ফুটবলার ভাঙলেন ফুটবল সম্রাট পেলের (Pele) অনন্য রেকর্ডও।

ক্লাব এবং দেশ মিলিয়ে মোট গোলসংখ্যার নিরিখে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে অতিক্রম করলেন পর্তুগিজ সুপারস্টার। পেলের গোলসংখ্যা ৭৫৭। রবিবার সিরি আ’তে উদিনেসের বিরুদ্ধে জোড়া গোল করার ফলে রোনাল্ডোর গোলসংখ্যা ৭৫৮। ম্যাচে রোনাল্ডোর দল জয় পেয়েছে ৪-১ গোলে।

ক্লাব ও দেশ মিলিয়ে বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন তিনি। সামনে রয়েছেন অস্ট্রিয়ার ফুটবলার জোসেফ বিকান (৭৫৯)। তালিকায় চার নম্বরে রয়েছেন লিয়োনেল মেসি (৭৪২)।

আরও পড়ুন: কমেডিয়ান মুনাওয়ার ফারুকি বিরুদ্ধে হিন্দু ধর্মের অবমাননার প্রমাণই নেই, বলল পুলিশ

স্যান্টোস, নিউ ইয়র্ক কসমস এবং ব্রাজিলের হয়ে সরকারিভাবে মোট ৭৫৭ গোল করেছিলেন পেলে। স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে ৬৫৬ গোল রয়েছে রোনাল্ডোর। দেশের হয়ে ১০২ গোল করেছেন। অর্থাৎ ১৮ বছরের কেরিয়ারে প্রতি বছর গড়ে ৪২টি করে গোল করেছেন রোনাল্ডো, যা তাক লাগানোর মতোই।

পরিসংখ্যান বলছে, ক্লাব ফুটবলে ৬৫৬টি এবং দেশের হয়ে ১০২টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৫ বছর বয়সি তারকা স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি, ম্যাঞ্চেস্টারের হয়ে ১১৮টি এবং রিয়ালের হয়ে ৪৩৮টি গোল করেছেন। এছাড়া বর্তমান ক্লাব জুভেন্তাসের হয়ে ১০৪ ম্যাচে করেছেন ৮৩টি গোল। এই মুহূর্তে তিনি যেরকম ফর্মে রয়েছেন, তাতে আগামী ম্যাচেই হয়তো ভেঙে দিতে পারেন বিকানের রেকর্ড।

শুধু পেলের রেকর্ড ভাঙাই নয়। সোশ্যাল মিডিয়াতেও অনন্য রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের প্রথম কোনও ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন ছাড়াল। যা কিনা ইনস্টাগ্রামে ইংলিশ প্রিমিয়র লিগের ২০টি ক্লাবের মিলিত ফলোয়ারের সংখ্যার থেকেও ১০০ মিলিয়ন বেশি। এর আগে দুবাইয়ে (Dubai) গ্লোব সকার অ্যাওয়ার্ডসের ‘‌Player of the Century 2001-2020’ পুরস্কার জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’, নেতাজির নামে মনুমেন্ট, জাতীয় বিশ্ববিদ্যলয়; তাঁর জন্মলগ্নে শঙ্খ বাজানোর ডাক মমতার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest