এবার চোটের জন্য খেলতে পারবেন না বুমরাহও! শেষ টেস্টের দল বাছতে বেহাল দশা ভারতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অস্ট্রেলিয়া সফরে প্রতিপদে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। সোমবার নিশ্চিত হয়ে যায়, ব্রিসবেন টেস্টে চোটের কারণে নেই হনুমা বিহারী এবং রবীন্দ্র জাদেজা। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, তলপেটের পেশীতে যন্ত্রণার কারণেই অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে পারবেন না বুমরাহ। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন মহম্মদ শামি। ইশান্ত শর্মা সফরে আসতেই পারেননি পুরোপুরি ফিট না হওয়ায়। বাদ পড়েছেন আরেক পেসার উমেশ যাদবও। অর্থাৎ দলে কোনও অভিজ্ঞ পেসারই থাকছেন না। এমন পরিস্থিতিতে শেষ টেস্টের জন্য কী কম্বিনেশন হবে, তা ভেবে উঠতেই হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বোর্ড সূত্রে খবর, বুমরাহ না থাকায় ভারতীয় দলের পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন মহম্মদ সিরাজ। টেস্টের অভিজ্ঞতা যাঁর মাত্র ২ ম্যাচ, সঙ্গে নবদীপ সাইনি, শার্দূল ঠাকুর এবং টি নটরাজন।

সোমবার সিডনিতে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই হনুমা বিহারীর লড়াই দেখেছিল ভারত। ম্যাচ শেষে স্ক্যান করা হয় তাঁর। বিসিসিআইয়ের তরফে সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে বলা হয়, “এখনও রিপোর্ট আসেনি। তবে যদি গ্রেড ওয়ান টিয়ারও হয়, ২ সপ্তাহের জন্য পাওয়া যাবে না তাঁকে। রিহ্যাবের পর সুস্থ হয়ে উঠতে আরও কিছু সময় লাগবে। তাই শুধু ব্রিসবেন টেস্ট নয়, হয়তো ইংল্যান্ড সিরিজেও খেলবেন না তিনি।”

ভারতীয় দল এখন প্রায় মিনি হাসপাতাল। চোটের কারণে চতুর্থ টেস্টে খেলবেন না অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও। সিডনিতে প্রথম ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট লাগে তাঁর। পেইনকিলার ইঞ্জেকশন নিয়ে দরকারে দ্বিতীয় ইনিংসে খেলার জন্য তৈরি ছিলেন তিনি। তবে রবিচন্দ্রন অশ্বিন এবং বিহারীর ইনিংসের সুবাদে তাঁকে নামতে হয়নি। তাঁর বদলে শার্দূল ঠাকুর চতুর্থ টেস্টে খেলতে পারেন বলে শোনা যাচ্ছে। জাডেজা শুধু যে চতুর্থ টেস্ট খেলবেন না তাই নয়, ইংল্যান্ড সিরিজেও তাঁকে পাবে না ভারতীয় দল।

১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজ নির্ণায়ক টেস্টে প্রথম দলের একাধিক ক্রিকেটারকে পাবে না ভারত। কোভিড সংক্রমণের কারণে নতুন কাউকে দলে নিয়ে আসাও যাবে না এই অল্প দিনের ব্যবধানে। প্রথম একাদশ গড়তে অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং কোচ রবি শাস্ত্রী যে বেশ বেগ পেতে চলেছেন তা বলাই যায়।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার বুমরা, সিরাজ সহ ৪ ভারতীয়, ক্ষোভে ফুঁসছে বিসিসিআই

বুমরাহর চোটের খবরের পর থেকেই রীতিমতো উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকের প্রশ্ন, আর কতজন চোটের দলের কবলে বাইরে যাবেন? হাসপাতালের ছবি পোস্ট করে এক নেটিজেন বলেন, ‘ভারতীয় ড্রেসিংরুমে ঢুকে রবি শাস্ত্রী দেখছেন যে চতুর্থ টেস্টের জন্য কে ফিট আছেন। মজা করছিলাম। জসপ্রীত বুমরাহ-সহ চোট পাওয়া খেলোয়াড়দের আরোগ্য কামনা করছি।’

আরও পড়ুন: ‘‌ক্রিকেটকে খুন করল বিহারী’, সিডনি টেস্ট ড্র নিয়ে বিস্ফোরক বাবুল! সমালোচকদের কটাক্ষ সৌরভের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest