সিডনিতে আবার বর্ণ বিদ্বেষের শিকার সিরাজ, মাঠ থেকে কিছু দর্শককে বার করে দিল পুলিশ, ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবারের পর রবিবার আবারও সিডনির গ্যালারি থেকে উড়ে এল বর্ণ বিদ্বেষ মূলক মন্তব্য। আবারও কটুক্তির মুখে ভারতীয় পেসার মহম্মদ সিরিজ। রবিবার অস্ট্রেলিয়ার ইনিংসের ৮৬ তম ওভারের পর, হঠাৎই লেগ আম্পায়ারের দিকে ছুটে আসেন সিরাজ। ছুটে যান রাহানে। গ্যালারির নির্দিষ্ট অংশ দিকে ইঙ্গিত করে কিছু বলেন সিরাজ। শনিবারের ঘটনার পর আর কারও বুঝতে অসুবিধে হয়নি, কিছু সংখ্যক অজি সমর্থক আবার কলঙ্কিত করছেন ক্রিকেটকে।

চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে তিনি অধিনায়ক অজিঙ্ক রাহানেকে জানান। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের ২ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের সঙ্গে। খেলা থামিয়ে সিরাজের পাশে তখন গোটা ভারতীয় দল। অজি অধিনায়ক টিম পেইনও থাকলেন ভারতীয় খেলোয়াড়দের পাশে।রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশের সাহায্যে মাঠ থেকে বার করে দেওয়া হয় সেই জায়গায় বসে থাকা দর্শকদের।

বিষয়টি নিয়ে বেশ চাপে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। কড়া ভাষায় নিন্দা জানানো হয়ে গোটা ঘটনার। তদন্তও শুরু করেছে তারা। ভারতীয় দলের কাছে ক্ষমা চেয়ে বার্তাও দিয়েছে অজি বোর্ড। সিডনির মত মাঠে পরপর দুদিন এমন ঘটনা ঘটায় নিন্দার ঝড় উঠেছে।

আরও পড়ুন: সুস্থ আছি, আশা করছি দ্রুত কাজে ফিরতে পারবো; হাসপাতাল থেকে বেরিয়ে বললেন মহারাজ

একের পর এক অজি ক্রিকেটার ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেছেন। প্রাক্তন অজি তারকা মাইক হাসি এক ইন্টারভিউতে জানিয়েছে, ‘বর্তমান সময়েও যে এই ধরণের ঘটনা ঘটতে পারে সেটা ভাবা যায় না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মাঠে বসে খেলা দেখা যাচ্ছে। ভারতীয় দলকে ধন্যবাদ জানাতে হয়, ওরা খেলতে এসেছে। এই ধরণের আচরণ যারা করছেন, তাদের ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত।’

মাঠে খেলা দেখার বদলে এমন কাজ যারা করছেন তাদের কড়া শাস্তির দাবি তুলছেন আরেক প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্ন। তিনি বলছেন, ‘ গত ১২ মাস ধরে গোটা বিশ্বে যা চলছে, সেটার পর এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। কড়া শাস্তি ও বড় জরিমানার দাবি করছি আমি।’

চুপ করে বসে নেই আইসিসি। ক্রিকেটার নিয়ামক সংস্থা কড়া পদক্ষেপ করলে নির্বাসিত হতে পারে সিডনি।

আরও পড়ুন: বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার বুমরা, সিরাজ সহ ৪ ভারতীয়, ক্ষোভে ফুঁসছে বিসিসিআই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest