CSK vs DC: দেখা গেল না ফিনিশার ধোনিকে, তরুণ ব্রিগেডে বাজিমাত দিল্লির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৭৫/৩ (‌পৃথ্বী ৬৪, চাওলা ২/‌৩৩)‌
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৩১/‌৭ (‌ডু’‌প্লেসিস ৪৩, রাবাডা ৩/‌২৬)‌

দিল্লি ক্যাপিটালস ৪৪ রানে জয়ী।

দলগত পারফর্ম্যান্সে ভর করে চলতি আইপিএলে দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ সুপার ওভারে জেতার পর এবার দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪৪ রানে পরাজিত করল ক্যাপিটালস।

শুক্রবার টস জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। চেন্নাই বোলারদের বিরুদ্ধে শুরুটা বেশ ভাল করেন পৃথ্বী শ।ক্রিকেটীয় শট খেলে রানের গতি বাড়াচ্ছিলেন। পৃথ্বী যখন নিজেকে মেলে ধরছেন তখন অন্য প্রান্তে শিখর ধওয়ন নিজেকে সংযত রাখেন। রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে অভিজ্ঞ ধওয়ন গিয়ার পরির্তন করেন। পৃথ্বী ও শিখর শুরুটা ভাল করায় ১০ ওভারে দিল্লির রান একসময়ে ছিল বিনা উইকেটে ৮৮ ।

পৃথ্বী শ (৬৪) ও শিখর ধওয়নকে (৩৫) ফিরিয়ে দিল্লির রানের গতি খানিক কমান পীযূষ চাওলা। যদিও আগেই ফিরতে পারতেন পৃথ্বী শ। দিল্লির ইনিংসের দ্বিতীয় বলে দীপক চহারের ডেলিভারি পৃথ্বীর ব্যাটে খোঁচা লেগে ধোনির হাতে যায়। তখন পৃথ্বী শ খাতাও খোলেননি। ধোনি ও চহার কেউই আউটের আবেদন করেননি। স্নিকোমিটারে ব্যাটে বল ছোঁয়ার শব্দ পাওয়া গিয়েছে। ইনিংসের শেষে এ নিয়ে পৃথ্বীকে প্রশ্নও করা হয়। এড়িয়ে যান তিনি। দুই ওপেনার ফিরে যাওয়ার পরে ঋষভ পন্থ ও শ্রেয়াস আইয়ার তৃতীয় উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন।

আরও পড়ুন: পিছনে চারটি ক্যামেরা,সস্তায় লঞ্চ হল Tecno Spark 6

স্যাম কারেন দিল্লি অধিনায়ককে ২৬ রানে আউট করেন। উইকেটের পিছনে শরীর ছুড়ে শ্রেয়াসের ক্যাচ ধরেন ধোনি। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন।বয়স থাবা বসিয়েছে তাঁর রিফ্লেক্সে। কিন্তু কিপিংয়ের সময়ে ক্যাচ ধরার দক্ষতায় মরচে ধরেনি। পীযূষ চাওলার বলে চকিতে স্টাম্প করেন ভয়ঙ্কর হয়ে ওঠা পৃথ্বী শকে। একসময়ে দিল্লি যেভাবে এগোচ্ছিল, তাতে ১৭৫-এর বেশি করতেই পারত তারা। সেই জায়গায় তাদের রানের গতি কমিয়ে ম্যাচে ফিরে এসেছিল চেন্নাই। পন্থ শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ৩৭ রানে।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুতগতিতে রান করতে পারেননি চেন্নাইয়ের দুই ওপেনার-মুরলী বিজয় ও শেন ওয়াটশন। খারাপ সময় চলছে মুরলী বিজয়ের। এ দিন মাত্র ১০ রান করলেন। ১৪ রানে অক্ষর  পটেলের বলে আউট হন ওয়াটসন। এর আগে পাঁচ বার অক্ষর পটেলের বলে আউট হয়েছেন অজি ক্রিকেটার। এ বার নিয়ে ষষ্ঠ বার পটেলের শিকার হলেন ওয়াটসন। প্রতিশ্রুতিমান রুতুরাজ (৫) রান আউট হন। ধোনির দলের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ধারাবাহিক দু’ প্লেসি। মুম্বইয়ের বিরুদ্ধে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। রাজস্থানের বিরুদ্ধে ৭২-এর পরে এদিন করলেন ৪৩ রান। তাঁর ক্যাচ দু’ বার ফেললেন হেটমায়ার। দু’ বার জীবন ফিরে পেলেও দু’ প্লেসি নায়ক হতে পারলেন না। রাবাদার বাইরের বল মারতে গিয়ে আউট হন দক্ষিণ আফ্রিকার তারকা।

কেদার যাদব ২৬ রানে আউট হওয়ার পরে  দেওয়াললিখন পড়ে ফেলেছিলেন চেন্নাই সমর্থকরা। আশায় ছিলেন ধোনি-ধামাকার। কিন্তু অধিনায়কের ব্যাটও ‘বোবা’ থেকে গেল। পরের ম্যাচের আগে এক সপ্তাহ সময় পাচ্ছে চেন্নাই। নিজেদের গুছিয়ে নিয়ে নামার সময় পাচ্ছেন ধোনিরা।

আরও পড়ুন: ‘মিঃ গাভাসকর, আপনার মন্তব্য রুচিহীন’, গর্জে উঠলেন অনুষ্কা, চাপে পরে সাফাই সুনীলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest