ISL : ঘোষিত হল সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গোয়ায় ১১ দল নিয়ে শুরু হচ্ছে আইএসএল। ২০ নভেম্বর এটিকে-মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে শুরু এ বারের আইএসএল। এসসি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে তিলক ময়দানে। ডার্বি দিয়েই শুরু হবে এ বারের লাল-হলুদের আইএসএল সফর।

শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ।সূচি অনুযায়ী, প্রত্যেকটি দল এক–অপরের বিরুদ্ধে হোম–অ্যাওয়ে ভিত্তিতে দু’‌টি করে ম্যাচ খেলবে। লিগের খেলা শেষে শীর্ষে থাকা চারটি দল প্লে–অফে জায়গা পাবে। এবারের আইএসএলে সব মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলা হবে। তবে এদিন প্রথম ৫৫টি ম্যাচের সূচিই প্রকাশিত হয়েছে। বাকি সূচি পরবর্তী সময়ে এএফসি-র ক্যালেন্ডার দেখে তবেই প্রকাশিত হবে। এদিন এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে FSDL কর্তৃপক্ষ।

আইএসএল হবে গোয়ার তিন মাঠে। তিলক ময়দান, জওহারলাল নেহ্রু স্টেডিয়াম এবং গোয়া মেডিকাল কলেজ স্টেডিয়ামে। মোট ম্যাচের সংখ্যা ৫৫টি। শেষ ম্যাচেও থাকছে মোহনবাগান। ১১ জানুয়ারি তারা খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে। ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটির বিরুদ্ধে।

আরও পড়ুন: নির্বাসন শেষ, মাঠে ফেরার অপেক্ষায় শাকিব, তর সইছে না মুশফিকের

কলকাতার ফুটবলপ্রেমীদের নজর থাকবে যদিও ২৭ নভেম্বরের দিকেই। প্রথমবার আইএসএলে কলকাতা ডার্বি। দুই প্রধানের লড়াই দেখতে মুখিয়ে থাকবে কলকাতা। লিভারপুল কিংবদন্তি রবি ফাওলারের মুখোমুখি হবেন স্প্যানিশ কোচ অ্যান্তোনিও হাবাস। সেই লড়াইয়ে কে জিতবে তার দিকেই থাকবে নজর। মর্যাদার লড়াইয়ে আইএসএলে প্রথমবার  জিতে এগিয়ে যেতে চাইবে দুই দলের সমর্থকরাই।

গোটা বিশ্বের সঙ্গে ভারতও এখন লড়ছে মারণ করোনার (Corona Pandemic) সঙ্গে। তা সত্ত্বেও আনলক পর্বে মাঠে ফিরেছে ফুটবল। আইপিএল দুবাইয়ে (Dubai) হলেও করোনা আবহে আই লিগ কোয়ালিফায়ার আয়োজিত হয়েছে বাংলায়। এই পরিস্থিতিতে গোয়ায় বসতে চলেছে এবারের আইএসএলের আসর। তবে সেটাও হবে দর্শকশূন্য। থাকবে জৈব সুরক্ষা বলয়–সহ করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ।

আরও পড়ুন: CSK vs KKR: নাইটদের মুখের গ্রাস কাড়লেন জাদেজা, হেরে প্লে অফের রাস্তা কঠিন করে ফেলল কলকাতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest