প্রতীক্ষার অবসান! শহরের রং সবুজ-মেরুন, মোহনবাগানের হাতে উঠল আই লিগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রতীক্ষার অবসান। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ২০১৯-২০ আই লিগ ট্রফি উঠল মোহনবাগান কর্তাদের হাতে। বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে আই লিগ সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে মোহনবাগানের হাতে ট্রফি তুলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এবং মোহনবাগানের শীর্ষকর্তারা।

আই লিগ ট্রফির আগমন ঘিরে বাগান সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছিল। রবিবার সেই আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে সবুজ-মেরুন পতাকায় ছয়লাপ হয়ে গিয়েছে। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছেন সমর্থকরা। কেউ গাইছেন – ‘আমরা চ্যাম্পিয়ন’, কেউ আবার গাইছেন ‘আমাদের সূর্য-মেরুন..’।

ট্রফি দেওয়ার অনুষ্ঠানে ছিলেন ধনচন্দ্র। ভিডিয়ো কলে গোয়া থেকে ছিলেন চ্যাম্পিয়ন কোচ কিবু ভিকুনা, বেইতিয়া, আশুতোষ মেহতা, শুভ ঘোষ-সহ আই লিগ জয়ী দলের একাধিক খেলোয়াড়। ‘জয় মোহনবাগান’ ধব্বনিতে গমগম করছে চারিদিক। শহরের চারিদিকে সবুজ-মেরুন পতাকায় ছয়লাপ। দ্বিতীয়াতেই বাগান সমর্থকদের শুরু হয়ে গেল উৎসব।

আরও পড়ুন: এবার চাঁদেও মিলবে 4G পরিষেবা! নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে দাবি নাসার

ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে সবুজ-মেরুনকে প্রশংসায় ভরিয়ে দিলেন আই লিগ সিইও সুনন্দ ধর। বললেন, “এত বছর ভারতীয় ফুটবল দেখছি। ২০১৯-২০ মরশুমে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে, তার থেকে ভাল ফুটবল ভারতে এর আগে দেখা যায়নি। এক নম্বর দল হিসেবে ভারতসেরা হয়েছে সবুজ-মেরুন। এবছর মোহনবাগান ভারতের প্রতিনিধিত্ব করছে। আমরা চাইব, ওঁরা যেভাবে ভারতসেরা হয়েছে, সেভাবেই এশিয়ার সেরা হোক।”

https://www.facebook.com/MohunBaganAthleticClub1889/posts/3531568840244350

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, “মোহনবাগান শুধু আই লিগ জেতেনি। বাংলাকে তাঁরা দেশের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভারতে ফুটবলের পথিকৃৎ যদি কেউ থেকে থাকে, সেটা হল মোহনবাগান।” ক্রীড়ামন্ত্রী মারফৎ সবুজ-মেরুনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: Elf of luck- নিয়ে এত মাতামাতি কেন? ছবিটি কি সত্যিই ভাগ্য ফেরাতে সক্ষম? সত্যিটা জানুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest