Site icon The News Nest

আজ থেকে কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে কর্নেল ধোনি

CORNEL DHONI

#শ্রীনগর: কাশ্মীর সীমান্তে টহল দেবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক সেনাবাহিনীর অনারারি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ১৫ দিন সেনাদের সঙ্গে থাকবেন তিনি।

বৃহস্পতিবার ভারতের সেনাসদরের এক প্রেস বিজ্ঞপ্তিতে ধোনিকে কাশ্মীরে পাঠানোর এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, আগামী ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত লে. কর্নেল ধোনিকে কাশ্মীরে নিযুক্ত ১০৬ টেরিটরিয়াল আর্মি ব্যাটালিয়নে (প্যারা) সংযুক্ত করে সেখানে পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লে. কর্নেল ধোনি কাশ্মীর উপত্যকায় নিয়োজিত ভিক্টর ফোর্সে যোগ দিয়ে দায়িত্ব পালন করবেন। সেখানে তিনি টহল, প্রহরা এবং অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি সৈন্যদের সঙ্গেই থাকবেন।

৩৮ বছর বয়সী ধোনি দেশের টেরিটরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আসীন রয়েছেন। ২০১১ সালে ভারতীয় সেনা তাকে এ সম্মান প্রদান করেন। ২০১৫ সালে আগ্রায় সেনার এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন তিনি। একইসঙ্গে একজন কোয়ালিফায়েড প্যারাট্রুপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে পড়ার পর ধোনির অবসর জল্পনা ছিল তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের বিমানে উঠবেন নাকি খানিকটা বাধ্য হয়ে বিদায় নেবেন- এ নিয়ে কানাঘুষা চলছিল। ঠিক সেসময় বিসিসিআইকে জানিয়ে দেন, আগামী দুই মাস সেনার সঙ্গে সময় কাটাবেন তিনি। ক্যারিবীয় সফরে দল নির্বাচনের আগের দিনই সরিয়ে নেন নিজেকে।

ভারতের হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলে ৬ সেঞ্চুরি ও ৩৩টি অর্ধশত রানের সাহায্যে ৪ হাজার ৮৭৬ রান করে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানান ধোনি। ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যে ৩৫০ ম্যাচ খেলে ১০ সেঞ্চুরির ও ৭৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৭৭৩ রান করেছেন তিনি। আর টি-টোয়েন্টির ৯৮ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার ৬১৭ রান।

অধিনায়ক হিসেবেও সফল ধোনি। তার নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের বিশ্বকাপে জয় পায় ভারত। দেশের হয়ে ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে ২৭টিতে জয় উপহার দেন তিনি। ধোনির নেতৃত্বে রেকর্ড ২০০ ওয়ানডের মধ্যে ১১০টিতে জয় পায় ভারত। আর টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টিজে জয় উপহার দেন ধোনি।

অন্যদিকে, বিশ্বকাপে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে ক্যাচ ধরে তাঁর বিখ্যাত স্যালুট সেলিব্রেশন নকল করায় বেশ রেগে গিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল। কিন্তু ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্যারা রেজিমেন্টের লেফট্যানেন্ট কর্নেল ধোনি ক্যারিবিয়ান সফর থেকে অব্যাহতি নিয়ে সেনা কর্তব্যে নিয়োজিত হয়ার পর তাঁকে গভীর শ্রদ্ধা জানালেন কটরেল।

সম্প্রতি তিনি টুইট করে জানান, ধোনি শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও তাঁর দেশভক্তি অনুপ্রেরণার। এখানেই শেষ নয়, কটরেল টুইটে ২০১১ সালে ভারতের রাষ্ট্রপতির হাত থেকে সাম্মানিক লেফট্যানেন্ট কর্নেলে-এর সম্মান পাওয়ার মুহূর্তের একটি ভিডিও-ও তিনি শেয়ার করেন। জানান, এই ভিডিওটি তাঁর নিজের অত্যন্ত পছন্দের বলেই তিনি তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছেন।

কটরেল নিজে জামাইকান সেনাবাহিনীর সদস্য। তার জন্যই উইকেট শিকার করেই তিনি সেনা কায়দায় স্যালুট করে উদযাপন করে থাকেন। তাঁর এই বিশেষ উদযাপনের ভঙ্গী বিশ্বকাপের সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্যই তিনি ওই ভাবে সেলিব্রেশন করে থাকেন। ভারতের বিরুদ্ধে ম্যাচে তাঁর ক্যাচ লুফে মহম্মদ শামি এই স্যুলটের কায়দা নকল করেছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন জামাইকার এই সেনা-ক্রিকেটার।

Exit mobile version