Site icon The News Nest

৭০ সেকেন্ডে ছক্কার ঝড়,জন্মদিনে বিশেষ ভিডিয়োতে শুভেচ্ছা জানাল BCCI, শুভেচ্ছা ICC-র

৩৯ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার শুভেচ্ছা বার্তা ক্যাপ্টেন কুলকে।প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিনে গোটা বিশ্বের শুভেচ্ছায় ভেসে গেল তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।

ভারতের প্রাক্তন, বর্তমান ক্রিকেটাররা তো আছেনই সেই দলে দারুণভাবে শুভেচ্ছা জানিয়ে নদর কেড়ে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।তাদের টুইটার হ্যান্ডলে ধোনির সেরা ছক্কার ভিডিও পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : নেপোটিজম! অমিত শাহ-পুত্র জয় শাহের পর ক্রিকেট রাজনীতিতে অরুণ জেটলির ছেলে!

ধোনির অতি বিখ্যাত  ছক্কাগুলো নিয়ে ৭০ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মিচেল স্টার্ককে মারা ছক্কা দিয়ে শেষ হচ্ছে ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে স্টার্কের ডেলিভারি গ্যালারিতে ফেলছেন ধোনি। আর বিরাট কোহালি অবাক হয়ে তাকিয়ে রয়েছেন ধোনির দিকে।

মাহিকে ‘হেলিকপ্টার’ শুভেচ্ছা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনির বাছাই করা ছক্কা দিয়েই তৈরি হয়েছে ৭০ সেকেন্ডের ক্লাসিক MSD ভিডিয়োটি।  সেখানে লেখা রয়েছে, “একজন মানুষ, যিনি অগণিত ভারতবাসীকে আনন্দ দিয়ে এসেছেন। আসুন  এমএস ধোনির জন্মদিন সেলিব্রেট করি তাঁরই কিছু বিশাল ছক্কায়…”

ধোনির এক সময়কার সতীর্থ বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, সুরেশ রায়না, হার্দিক পাণ্ড্য-সহ আরও অনেকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ককে। আইসিসির টুইটে অধিনায়ক ধোনির সাফল্যের কথা লেখা হয়েছে। ২০০৭ সালের টি টোয়েন্টি, ২০১১-র ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্তের উল্লেখ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসকে বহু সাফল্য এনে দিয়েছেন ধোনি। ‘ক্যাপ্টেন কুল’কে শুভেচ্ছা জানিয়েছে সিএসকে।

আরও পড়ুন : করোনার বাড়-বাড়ন্তে চড়ল সোনার দর, ৮ বছরে সর্বাধিক,কমল রুপো

Exit mobile version