Site icon The News Nest

টেনিসেও করোনা থাবা, সস্ত্রীক করোনা আক্রান্ত নোভাক জোকোভিচ, জানালেন নিজেই

ওয়েব ডেস্ক: করোনায় আক্রান্ত বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এক বিবৃতিতে জোকোভিচ নিজেই জানিয়েছেন তা। জোকারের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। তবে তাঁর সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত কয়েকদিন ধরেই আঙুল উঠছিল নোভাক জকোভিচের আদ্রিয়া ট্যুর প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট ঘিরে। টুর্নামেন্টে অংশ নেওয়া তিনজন তারকা একে একে করোনা পজিটিভ হওয়ায় সমালোচিত হচ্ছিল জোকারের করোনা মহামারির সময় এমন প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। অবশেষে নোভাক নিজেই আক্রান্ত হলেন Covid-19’এ।

আরও পড়ুন : Happy 23Jun: সাত বছর আগে এই দিনটিতেই শেষবার কোনও ICC টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত

করোনা পরীক্ষার ফল পজিটিভ হলেও উপসর্গ দেখা দেয়নি বলেই জানিয়েছেন জোকোভিচ। ১৪ দিন তিনি নিভৃতবাসে থাকবেন। দিন পাঁচেক পরে আবার পরীক্ষা করাবেন বলে জানিয়েছেন র্সাবিয়ান তারকা। 

নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করে সমালোচিত হয়েছেন জোকোভিচ। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা।

গ্রেগর দিমিত্রভ, জোকোভিচের ফিটনেস কোচ পানিচিরও পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তা নিয়ে টেনিস বিশ্বের ক্ষোভের মুখে পড়েন জোকোভিচ।তা প্রশমিত হতে না হতেই খবর আসে জোকার নিজেও করোনায় আক্রান্ত। 

আরও পড়ুন : ইংল্যান্ড সফরে আগে মোক্ষম ধাক্কা, উড়ে যাওয়ার আগে তিন পাক ক্রিকেটারের শরীরে মিলল করোনা

Exit mobile version