#লন্ডন: ক্রিকেটের দুনিয়ায় মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলরের অবদান অনস্বীকার্য। তাঁর এই অবদানের জন্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের হল অফ ফেমে জায়গা করে নিলেন তিনি। সচিন ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসার অ্যালান ডোনাল্ড, এবং মহিলা ওয়ার্ল্ড কাপ জিতে দেশকে গৌরবান্বিত করা অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফিজপ্যাট্রিক ও হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন।
ক্রিকেটারের দুনিয়ায় ডন ব্র্যাডম্যানের পরেই নেওয়া হয় সচিনের নাম। বর্তমানে ভারতের এই প্রাক্তন ব্যাটসম্যানের বিষয় ৪৬ বছর। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে শত রানের রেকর্ডে সচিন সবচেয়ে এগিয়ে। টেস্ট ও একদিনের ম্যাচের ক্ষেত্রেও সর্বাধিক রানের রেকর্ডও তাঁরই ঝুলিতে। সচিনের আগে আরও পাঁচজন ভারতীয় এই সম্মান পেয়েছেন। বিষেণ সিংহ বেদী (২০০৯), সুনীল গাওস্কর (২০০৯), কপিল দেব (২০০৯), অনিল কুম্বলে (২০১৫) ও রাহুল দ্রাবিড় (২০১৮) এই সম্মান পেয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সারাজীবনের স্বীকৃতিস্বরূপ কোনও ক্রিকেটারকে হল অফ ফেমে স্থান দিতে আইসিসি’কে বেশ কিছু প্রোটোকলের মধ্যে দিয়ে যেতে হয়। আইসিসি’র গাইডলাইন অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অন্তত ৫ বছর আগে সংশ্লিষ্ট ক্রিকেটারের অবসর গ্রহণ করা আবশ্যক। ২০১৩ নভেম্বরে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর।তাই ২০১৩ সালে অবসর নেওয়া সচিনের পাঁচ বছর পেরোতে তাঁকে এই সম্মান দেওয়া হল।
রবিবার রাতে লন্ডনে আয়োজিত অনুষ্ঠানে সচিন জানিয়েছিলেন, “এটা আমার কাছে বিরাট সম্মান।‘দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে যারা আমার পাশে ছিল এই সুন্দর মুহূর্তে আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই। মা-বাবা, দাদা অজিত, স্ত্রী অঞ্জলি ছিল আমার শক্তির পিলার। পাশাপাশি প্রথম জীবনে রমাকান্ত আচরেকরের মতো একজন কোচকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
Highest run-scorer in the history of Test cricket ✅
Highest run-scorer in the history of ODI cricket ✅
Scorer of 100 international centuries ?The term 'legend' doesn't do him justice. @sachin_rt is the latest inductee into the ICC Hall Of Fame.#ICCHallOfFame pic.twitter.com/AlXXlTP0g7
— ICC (@ICC) July 18, 2019
সচিনের পাশাপাশি বৃহস্পতিবার আইসিসি’র হল অফ ফেমে জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল বোলার অ্যালান অ্যান্থনি ডোনাল্ড। ৭২টি টেস্ট ম্যাচে ৩৩০টি উইকেট ও ১৬৪টি ওয়ান ডে ম্যাচে ২৭২টি উইকেটের মালিক ডোনাল্ড কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ২০০৩ ফেব্রুয়ারিতে। বাইশ গজ থেকে বানপ্রস্থে যাওয়ার দেড় দশকেরও বেশি সময় বাদে আইসিসি’র হল অফ ফেমে অন্তর্ভুক্তি হল প্রাক্তন প্রোটিয়া ফাস্ট বোলারের।
সচিন ও ডোনাল্ডের সঙ্গে মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি’র হল ফেমে অন্তর্ভুক্তি হল মহিলা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে জোরে বোলার হিসেবে পরিচিত ক্যাথরিন ফিৎজপ্যাট্রিকের। ১৩টি টেস্টে ৬০টি উইকেট সংগ্রহকারী প্রাক্তন এই অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটারের আন্তর্জাতিক কেরিয়ারে সর্বমোট উইকেটসংখ্যা ১৮০। অনন্য সম্মানে সম্মানিত হয়ে ক্যাথরিন জানান, ‘ক্রিকেট ইতিহাসের জায়ান্টদের সঙ্গে তালিকাভুক্ত হতে পারা অত্যন্ত সম্মানের।’