Serie A: জোড়া গোল, ৬৯ বছর আগের নজির ছুঁলেন রোনাল্ডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবার রাতে জুভেন্টাসের ৪ গোলে জয়ের মঞ্চেই আরও এক মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক বছরে (১৯৬১) সেরি আ-তে সব চেয়ে বেশি গোল করার তালিকায় তৃতীয় ছিলেন ওমার সিভোরি। পারমার বিরুদ্ধে জোড়া গোল করে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন জুভেন্টাস স্ট্রাইকার।

২০২০ সালে সেরি আ-তে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়ালো ৩৩। ২৩ ডিসেম্বর আরও একটি ম্যাচ পাবেন তিনি এই সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য। সেই দিন জুভেন্টাস খেলতে নামবে ফিয়োরেন্টিনার বিরুদ্ধে। ১৯৫০ সালে গুন্নার নরডাল করেছিলেন ৩৬টি গোল। আগামী বুধবার যদি হ্যাটট্রিক করতে পারেন রোনাল্ডো, তবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন তিনি। এক বছরে সেরি আ-তে সব চেয়ে বেশি গোলের রেকর্ড ফেলিস বোরেল। ১৯৩৩ সালে তিনি করেছিলেন ৪১টি গোল।

আরও পড়ুন: ৬৪৩ গোল করে পেলেকে ছুঁলেন মেসি, মন ছোঁয়া অভিনন্দন বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তির

১৩ ম্যাচে সেরি আ-তে জুভেন্টাসের পয়েন্ট ২৭। লিগে তারা ৩ নম্বরে। শীর্ষে থাকা এসি মিলানের থেকে ১ পয়েন্ট কম। মিলান যদিও ১ ম্যাচ কম খেলেছে। দ্বিতীয় স্থানে ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে ইন্টার। বেশি গোল করায় তারা জুভেন্টাসের ওপরে।

গুন্নারকে ধরার সুযোগ থাকলেও বোরেল সম্ভবত এবছর রোনাল্ডোর ধরাছোঁয়ার বাইরেই থাকতে চলেছেন। কেননা চলতি বছরে আর মাত্র একটি লিগ ম্যাচ খেলতে চলেছে জুভেন্তাস। ২৩ ডিসেম্বর ফিওরেন্তিনার বিরুদ্ধে সেই ম্যাচে হ্যাটট্রিক করলে রোনান্ডোর এবছর গোলসংখ্যা দাঁড়াতে পারে ৩৬।

আরও পড়ুন: Aus vs Ind: হাত ভেঙে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, আরও চাপে টিম ইন্ডিয়া

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest