২৪ বছর আগে ব্যাট হাতে জ্বলে ওঠার সেই দিনটিকে স্মরণ করে আবেগ টুইট সৌরভের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটের সংস্কৃতিই বদলে দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিদেশে জেতার খিদে আমদানি করেছিলেন সতীর্থদের মধ্যে। ২০০০ সালে গড়াপেটার অভিযোগ বিপর্যস্ত ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন সৌরভই।

টালমাটাল সময়ে তাঁর নেতৃত্ব দিশা দেখিয়েছিল দেশকে। কিন্তু, ২২ গজে ব্যাটসম্যান সৌরভও কোনও অংশে কম ছিলেন না। ভারতীয় ব্যাটিং ইতিহাসের সবচেয়ে সাহসী বাঁ-হাতিদের মধ্যে অন্যতম ছিলেন তিনি

আরও পড়ুন : গালওয়ান সংঘর্ষের জের, চিনা সংস্থার সঙ্গে IPL চুক্তি বাতিল এখনই চাইছে না BCCI, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

১৯৯৬ সালের ২০ জুন। লর্ডসে টেস্ট অভিষেক ঘটেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। স্মৃতির সরণি বেয়ে সেই দিনে ফিরলেন প্রাক্তন অধিনায়ক। টুইট করলেন অভিষেকের ২৪তম বার্ষিকীকে স্মরণ করে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট টুইট করেছেন, “এই দিনেই অভিষেক ঘটিয়েছিলাম। জীবনের সেরা মুহূর্ত।” অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে নেমে করেছিলেন ১৩১। খেলেছিলেন ৩০১ বল।

ভরসা দিয়েছিলেন মিডল অর্ডারে। একইসঙ্গে থামিয়ে দিয়েছিলেন তাঁকে নিয়ে যাবতীয় চর্চা। আর ফিরে তাকাতে হয়নি। এর আগেও অনেক বার প্রথম টেস্ট শতরান নিয়ে উচ্ছ্বসিত শুনিয়েছিল তাঁকে। প্রথম টেস্ট নিয়ে আবেগের কথা ফের শোনা গেল তাঁর মুখে।

একইদিনে টেস্ট অভিষেক হয়েছিল ভারতীয় দলের আরেক তারকা রাহুল দ্রাবিড়ের। তবে প্রথম ম্যাচে তিনি অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। দ্রাবিড় আউট হন ৯৫ রান করে। 

ওই ম্যাচে টসে জিতে ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড করেছিল ৩৪৪। জবাবে ভারত করে ৪২৯ রান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছিল ২৭৮ রান। ম্যাচ ড্র হয়েছিল। 

সৌরভ এদিন সেই ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ২০ জুন তাঁর জীবনের বিশেষ দিন। আজকের দিনটিকে জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন মহারাজ। 

আরও পড়ুন : EPL: শেষ মুহূর্তের পেনাল্টিতে গোল, মান বাঁচল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest