AUS vs IND: ফিরছে ৯২ বিশ্বকাপের টিম ইন্ডিয়ার স্মৃতি, অস্ট্রেলিয়ায় রেট্রো লুকে দেখা যাবে বিরাটদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্যর ডনের দেশে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে নতুন জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহালিদের। ১৯৯২ সালের বিশ্বকাপে যে জার্সি পরে খেলেছিলেন সচিন তেন্ডুলকর-মহম্মদ আজহারউদ্দিনরা, অনেকটা সেই রকম জার্সি পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে খেলবে ভারতীয় দল। আকাশি নীল রংয়ের পরিবর্তে নতুন জার্সিতে থাকছে নীলের অন্য শেড। কাঁধের কাছে সবুজ, লাল ও সাদা রংয়ের তিনটি দাগও থাকছে।

গত আইসিসি বিশ্বকাপে পরিচিত স্কাই ব্লু ছাড়াও কমলা জার্সিতেও মাঠে নামতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। আপাতত কিছুদিনের জন্য ফের রং বদলাচ্ছে ভারতীয় দলের জার্সির। নতুন এই জার্সিতে বিসিসিাইয়ের নতুন কিট স্পনসর এমপিএল স্পোর্টসের লোগো থাকবে। নাইকির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এমপিএলের সঙ্গে কিট স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় বোর্ড।

আরও পড়ুন: ইতিহাস গড়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই, অধিনায়কোচিত ইনিংস রোহিতের

বুধবারই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরের জন্য রওনা হয়। আইপিএল শেষ করে বিরাট কোহলিরা দুবাই থেকেই অস্ট্রেলিয়ার বিমান ধরেন। ওয়ান ডে, টি-২০ ও টেস্ট স্কোয়াডের সমস্ত ক্রিকেটার একসঙ্গে অস্ট্রেলিয়া রওনা হন। ওদেশে পৌঁছে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকবে ভারতীয় দল। ২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।

২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দু’টি ওয়ান ডে খেলা হবে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও ক্যানবেরার মানুকা ওভালে। ৪ ডিসেম্বর প্রথম টি-২০ খেলা হবে ক্যানবেরা। ৬ ও ৮ ডিসেম্বর পরে দু’টি টি-২০ খেলা হবে সিডনিতে। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অ্যাডিলেড ওভালে খেলা হবে প্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট খেলা হবে গোলাপি বলে কৃত্রিম আলোয়।

২৬ থেকে ৩০ ডিসেম্বর মেলবোর্নে খেলা হবে বক্সিং ডে টেস্ট। ৭ থেকে ১১ জানুয়ারি সিডনিতে খেলা হবে সিরিজের তৃতীয় টেস্ট। ব্রিসবেনে চতুর্থ টেস্টের আসর বসবে ১৫ থেকে ১৯ জানুয়ারি।

 

View this post on Instagram

 

#TeamIndia is BACK! Let’s embrace the new normal 💪. #AUSvIND

A post shared by Team India (@indiancricketteam) on

আরও পড়ুন: জয় শাহ, ব্রিজেশ প্যাটেলদের ধন্যবাদ জানালেও সৌরভকে এড়িয়ে গেলেন শাস্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest