AFC Cup: when- how to watch ATK Mohun Bagan vs Bengaluru FC match

AFC Cup: জানুন কখন- কীভাবে দেখবেন ATK Mohun Bagan vs Bengaluru FC ম্যাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের বাইরে আন্তর্জাতিক ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই শক্তিশালী দল। বুধবার মালের ন্যাশনাল স্টেডিয়ামে এএফসি কাপের গ্রুপ ডি (দক্ষিণাঞ্চল) পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। বুধবার বাগান ভক্তদের নজর থাকবে রয় কৃষ্ণর ওপর। গত মরসুমে আইএসএলে যিনি ১৪টি গোল করেছিলেন ও আটটি গোল করিয়েছিলেন। সবুজ-মেরুন শিবিরের গোল মেশিনের সামনে বুধবার বেঙ্গালুরু এফসি-র দুই বিদেশি ডিফেন্ডার ইরন্ডু মুসাভু কিং ও অ্যালান কোস্টার তোলা রক্ষণের কঠিন প্রাচীর ভাঙার চ্যালেঞ্জ। বেঙ্গালুরুর বড় ভরসা সুনীল ছেত্রী। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে যিনি মুখিয়ে থাকবেন। বেঙ্গালুরু আগের ম্যাচে ১-০ গোলে হারিয়েছে ঈগলসকে। বেঙ্গালুরুর হয়ে গোল করেছিলেন জয়েশ রানে।

এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচটি কবে কোথায় আয়োজিত হবে

আজ বুধবার, ১৮ অগাস্ট মলদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে।

আরও পড়ুন: প্রয়াত জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার Gerd Muller, ফুটবল বিশ্বে শোকের ছায়া

কোন অবস্থায় এই খেলা হচ্ছে

এটি হল এএফসি কাপের গ্রুপ লিগের ম্যাচ। এই গ্রুপে ভারতের সেরা দুটি ক্লাবের পাশাপাশি আছে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের ক্লাব এস অ্যান্ড আর সি। এটি হল গ্রুপ ডি। রাউন্ড রবিন পদ্ধতিতে এই গ্রুপে তিন দিন খেলা হবে। আজ, ১৮ অগাস্ট প্রথম দিন। এরপর ২১ ও ২৪ অগাস্ট পরের দুটি খেলা। গ্রুপে সবাই সবার সঙ্গে একবার করেই খেলবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে উঠবে।

টিভিতে কোথায় দেখা যাবে এই খেলা

এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলাটি বিকেল সাড়ে ৪টে থেকে সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে

অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ

ডিজনি+ হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ

এটিকে মোহনবাগানের স্কোয়াড কী রকম

গোলকিপার- অরিন্দম ভট্টাচার্য, অমরিন্দর সিং।। ডিফেন্ডার-দীপক টাঙ্গরি, আশুতোষ মেহতা, অভিলাষ পাল, সুমিত রাঠি, প্রীতম কোটাল, লিস্টন কোলাসো, শুভাশীষ বোস, লেনি রডিরেগজ, মনবীর সিং।। মিডফিল্ডার- কিয়ান নাসরি, শেখ সাহিল, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী, রিকি শাবং, বিদ্যানন্দ সিং, এংসন সিং নিগমবাম।। ফরোয়ার্ড- ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, হুগো বোউমোউস, কার্ল ম্যাকহুগো।

কারা এগিয়ে

ধারেভারে কিছুটা হলেও এগিয়ে এটিকে-মোহনবাগান। তবে মরসুমের শুরুর দিকে ম্যাচ বলে এগিয়ে, পিছিয়ে থাকার হিসেব কষা কঠিন।

আরও পড়ুন: প্রচণ্ড জ্বর, কমছে না কাশি,হাসপাতালে ভর্তি নীরজ চোপড়া

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest