Afridi's would be father-in-law angry when he sees his son-in-law Afridi's bowling in the World Cup semi-final!

বিশ্বকাপ সেমিফাইনালে হবু জামাই আফ্রিদির বোলিং দেখে রেগে কাঁই হবু শ্বশুর আফ্রিদি !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গোটা টুর্নামেন্টে দাপট দেখিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র একটা ওভারেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাকিস্তানের স্বপ্ন চুরমার করে দেয়। অজি ইনিংসের ১৯ নম্বর ওভারে হাসান আলি, ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলার পর শাহিন আফ্রিদির বলে ওয়েড পরপর তিনটি ছক্কা হাকিয়ে দলকে জয় এনে দেন।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের ১৯ তম ওভারে পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন আফ্রিদিকে পর পর তিনটি ছক্কা মেরে দেশকে ফাইনালে তুলেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন যে বল করেছেন তার প্রশংসা করলেও ওই ম্যাচে যে ভাবে তিনি বল করেছেন, তার জন্য হবু জামাইয়ের সমালোচনা করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। বিশ্বকাপের মধ্যে শোনা গিয়েছে আফ্রিদির মেয়ের সঙ্গেই বিয়ের ঠিক হয়েছে শাহিনের।

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পরে পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘‘আমি শাহিনের বলে খুশি নই। হাসান আলি ক্যাচ ছেড়েছে ঠিকই, তার মানে এই নয় পরের তিন বলে তুমি তিনটি ছক্কা খাবে। শাহিনের এত গতি রয়েছে। ওর উচিত ছিল বুদ্ধি করে বল করা। অফ স্টাম্পের বাইরে ইয়র্কার বল করতে হত। ওর মতো বোলারের কাছে এটা আশা করা যায় না। মাথাটাই খাটাল না।’’

আফ্রিদি আরও বলেন, ‘‘গোটা টুর্নামেন্ট জুড়ে শাহিন দুর্দান্ত বল করেছে। আমি শুধু ওয়াসিম আক্রম বা মহম্মদ আমিরকে এই ধরনের বল করতে দেখেছি। আমি আশা করি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে শাহিন আরও ভাল বোলার হয়ে উঠবে।’’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest