Site icon The News Nest

Euro 2020: আলেকজাই মিরানচুকের গোলে জয়ের স্বাদ পেল রাশিয়া

mirachuk

ইউরো কাপের (Euro Cup) গ্রুপ বি-র ম্যাচে ক্রেস্টভস্কি স্টেডিয়ামে ফিনল্যান্ডকে (Finland) ১-০ গোলে হারিয়েছে রাশিয়া (Russia)। ৩-৪-২-১ ছকে দল সাজিয়েছিলেন রাশিয়ার কোচ স্তানিসলাভ। ম্যাচের প্রথম থেকেই দাপট দেখায় রাশিয়া। ফিনল্যান্ডের রক্ষণে আক্রমণ করেই এগিয়ে যেতে থাকেন রুশ ফুটবলাররা। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ হাতছাড়া হয় ডিজুবাদের। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ম্যাচের একমাত্র গোল করেন রাশিয়ার আলেকজাই মিরানচুক (Aleksei Miranchuk)।

আরও পড়ুন : Euro 2020: ইউরোয় তিনটি সর্বকালীন নজির ক্রিশ্চিয়ানোর, জয় দিয়ে ইউরো কাপ শুরু পর্তুগালের

দ্বিতীর্ধের ছবিটাও প্রথমার্ধের মতোই ছিল। শুধু আসেনি কোনও গোল। প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও আক্রমণ করতে থাকেন স্তানিসলাভের দল। পাল্টা আক্রমণ করার চেষ্টা করলেও গোলের মুখ দেখতে পারেনি ফিনল্যান্ড। ৫-৩-২ ছকে দল সাজিয়েছিলেন মার্ককু কার্নেভা। ঘরের মাঠে জ্বলে উঠেছিল রাশিয়া। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল রাশিয়া। এই ম্যাচে জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র লড়াই আরও জোরদার করে দিল রাশিয়া।

অন্য দিকে, ডেনমার্কের বিরুদ্ধে জয় দিয়ে ইউরোর অভিযান শুরু করেছিল ফিনল্যান্ড। সেই ম্যাচে ১-০ গোলে ডেনমার্ককে হারায় ফিনল্যান্ড। আপাতত, সমপরিমাণ ম্যাচে খেলে সমান পয়েন্ট রাশিয়া ও ফিনল্যান্ডের। ২১ তারিখ পরের ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে রাশিয়া। ওই দিনই বেলজিয়ামের মুখে নামবে ফিনল্যান্ড।

আরও পড়ুন : ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রাখলেন রোনাল্ডো, একদিনে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা!

 

Exit mobile version