Another medal in the country, Poonia won bronze

Tokyo Olympics: দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছেন প্রাক্তন প্রেমিক ৷ জানতে পেরে আফসোসে ডুবে গেলেন এক তরুণী ৷ প্রাক্তনের হাতে অলিম্পিকস পদক দেখে ওই তরুণীর আফসোস, কেন যে ব্রেক আপ করতে গেলাম ৷ ক্যামেরার সামনেই নিজের সিদ্ধান্ত নিয়ে মাথা কুটেছেন তিনি ৷

চরম ভুল করে ফেলেছেন নিউজ়িল্যান্ডের অ্যাথলিট হেইডেন ওয়াইল্ডের প্রাক্তন বান্ধবী ৷ অলিম্পিকসের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেক আপ করেছিলেন ওই তরুণী ৷ প্রেম হারানোর যন্ত্রণা ভুলে অলিম্পিকসের প্রস্তুতিতে মন দিয়েছিলেন ওয়াইল্ড ৷ তার সুফলও পান ৷ গত সোমবার পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলন ইভেন্টে ব্রোঞ্জ জিতে নেন হেইডেন ওয়াইল্ড ৷ যেদিন ওয়াইল্ড ব্রোঞ্জ জেতেন সেদিনই নিউজ়িল্যান্ডের হোয়াকাতানেতে ( হেইডেনের হোম টাউন ) ফ্যানদের প্রতিক্রিয়া নিচ্ছিল একটি টিভি চ্যানেল ৷ জড়ো হওয়া অনুরাগীদের মধ্যে একজন ছিলেন ওই তরুণী ৷

আরও পড়ুন : অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

টিভি চ্যানেলের প্রতিনিধির সঙ্গে কথা বলতে বলতে জানতে পারা যায় ভিড়ের মধ্যে এক তরুণী রয়েছেন যিনি ব্রোঞ্জজয়ী অ্যাথলিটের প্রাক্তন বান্ধবী ৷ স্বাভাবিকভাবেই সাংবাদিকের বুম চলে যায় ওই তরুণীর দিকে ৷ প্রাক্তনের সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই তরুণী বলেন, “আমি হেইডেনের সাফল্যে ভীষণ খুশি ৷ প্রাইমারি স্কুলে ওর সঙ্গে পড়েছি ৷ একসঙ্গে বড় হয়েছি ৷ সত্যিই ওর জন্য গর্বিত ৷” এরপরই ক্যামেরার সামনে হেইডেনের উদ্দেশে বলেন, “তবে তোমার সঙ্গে ব্রেক আপ করায় ভীষণ আফসোস হচ্ছে ৷”

তবে আফসোস হলেও আর কিচ্ছু করার নেই ৷ বর্তমান বান্ধবীর সঙ্গে সুখে রয়েছেন তিনি ৷ পদক জেতার পর প্রথম ফোন স্পেনে থাকা বর্তমান বান্ধবীকে করেন হেইডেন ৷ প্রাক্তনের স্বীকারোক্তির বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে এড়িয়ে যান তিনি ৷ বলেন, “আমার গার্লফ্রেন্ড সকাল সকাল উঠে আমার রেস দেখেছে ৷ তাই ফোনটা আগে ওকেই করব ৷”

আরও পড়ুন : দুরন্ত খেলেও পদক হাতছাড়া অদিতির, এবার গল্ফে স্বপ্নভঙ্গ ভারতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest