IPL 2020: ‘অন্তঃসত্ত্বার জন্য বেশিই উত্তেজনাপূর্ণ ম্যাচ’, সুপার ওভার দেখে নাভিশ্বাস উঠল অনুষ্কার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার দুবাইয়ে কোহলি ও রোহিতের বাইশ গজের লড়াই কেমন লাগল? এ প্রশ্নের উত্তরে, অনেকেই ‘ভাল’, ‘দারুণ’, ‘উত্তেজনাপূর্ণ’, অভাবনীয় বলে ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু প্রায় মধ্যরাতে গড়ানো ম্যাচে স্বামীর জয় দেখার পর একেবারে অন্যরকম প্রতিক্রিয়া দিলেন অনুষ্কা শর্মা। আর তাতেই স্পষ্ট, অন্তঃসত্ত্বা অবস্থাতেও ঠিক কতখানি মন দিয়ে স্বামীর খেলা দেখছেন তিনি।

সোমবার রাতে আইপিএল ২০২০-তে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ানসের।করোনা পরিস্থিতিতে আয়োজিত এই টুর্নামেন্টে এক্সাইমেন্টের কোনও খামতি নেই।টুর্নামেন্ট সবে শুরু, তবে ইতিমধ্যেই দ্বিতীয়বার সুপার ওভারের মাধ্যমে সোমবার বিজেতা নির্বাচিত হল  আরসিবি। স্বভাবতই গোটা ম্যাচ জুড়ে বেশ খানিকটা টেনশনে ছিলেন বিরাট পত্নী, অনুষ্কা শর্মা।

আরও পড়ুন: কামব্যাক অসম্ভব, ওয়েবসাইট থেকে সুরেশ রায়নার নাম ছেঁটে দিল CSK

বিশেষত ব্যাট হাতে লাগাতার আইপিএলের তৃতীয় ম্যাচেও বিরাট কোহলির ব্যর্থতায় কিছুটা হলেও মন খারাপ ছিল অনুষ্কার। তবে এদিন সুপার ওভারের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের দলকে জয়সূচক রান এনে দিলেন বিরাট। এই জয়ের জন্য ঘরে বসেই বিরাটের জন্য গলা ফাটাতে ভুললেন না তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অনুষ্কা শর্মা।

ইনস্টাগ্রামে এই ম্যাচ নিয়ে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন বিরাট ঘরনি। ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্কা লেখেন- ‘উফ..বাপ রে! মারাত্মক এক্সাইটিং একটা ম্যাচ একজন প্রেগন্যান্ট মহিলার জন্য! কী মারত্মক একটা টিম এটা!’ ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত আরসিবি দলের বেশ কয়েকটি ছবির কোলাজ নিজের পোস্টের সঙ্গে জুড়ে দেন অনুষ্কা।

anushka 1

এর আগে সানরাইজ হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পরেও বিরাট ও আরসিবিকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন অনুষ্কা। আপাতত বিরাটের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতেই রয়েছেন বিরাট।

আরও পড়ুন: রেকর্ড ৪৫০ গোল, রক্ষাকর্তা সেই রোনাল্ডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest