Asia Cup 2022: Confusion regarding toss between India Vs Pakistan match

Asia Cup 2022: ভারত-পাকিস্তানে ম্যাচে টস বিভ্রাট! তার পর…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারত-পাকিস্তান ম্যাচের শুরুতেই টস বিভ্রাট। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যা বললেন, সেটা শুনতে পেলেন না রবি শাস্ত্রী। পরে ম্যাচ রেফারির মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তখন টস করতে নেমেছেন দু’দলের অধিনায়ক। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টসের কয়েন তোলেন। বাবর বলেন, টেল। কিন্তু শাস্ত্রী মাইক্রোফোনে বলে ওঠেন, হেড। একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট বলেন, বাবর টেল বলেছেন। রোহিত ও বাবরও একটু ধন্দে পড়ে যান। পরে ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী টসে জেতেন বাবর। বল করার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন: FIFA: স্বস্তির খবর ফিরল ভারতীয় ফুটবলে! সাসপেনশন তুলে নিল ফিফা

গত রুদ্ধশ্বাস ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটের দাপটে ৫ উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া (Team India)। সুপার ফোরের লড়াইয়েও রোহিত শর্মার দল জয়ের মুখ দেখে কিনা সেটা সময় বলবে।

রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। আবেশ খান (Avesh Khan) জ্বরে আক্রান্ত। তাঁদের জায়গায় প্রথম একাদশে এলেন দীপক হুডা (Deepak Hooda) ও রবি বিষ্ণোই (Ravi Bishnoy)। পাকিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিককে (Dinesh Karthik) দেখা গিয়েছিল। তবে এ বারের মহারণে ঋষভ পন্থকে (Rishabh Pant) সুযোগ দেওয়া হল। অন্যদিকে শাহনাওয়াজ দাহানির (Shahnawaz Dahani) জায়গায় মহম্মদ হাসনাইন (Mohammad Hasnain)।

টিম ইন্ডিয়ার অধিনায়ক বলেন, ‘টসে জিতলে আমিও বল করার সিদ্ধান্তই নিতাম। তবে এখন আমরা খোলা মনে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তোলার চেষ্টা করব।’

অন্যদিকে বাবর বলেন, ‘ডিউ ফ্যাক্টর এই ম্যাচে বড় ভূমিকা নেবে। তাই আমরা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া ভারতকে চাপে রাখার জন্যও আমরা শুরুতে বল করছি।’ এরপর তিনি আরও যোগ করেন, ‘গত ম্যাচে হার আমাদের অনেক শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা নিয়ে এ বার দল ঘুরে দাঁড়াবে।’

আরও পড়ুন: Serena Williams: টেনিসকে বিদায় সেরেনার, US Open থেকে গিয়ে ছিটকে কেঁদে ফেললেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest