ISL 2020-21: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, কবে, কোথায়, কখন সরাসরি দেখবেন?

আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে লাল-হলুদ শিবিরকে পরাজিত করে এটিকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ সব নজর ফতোরদায়। বড় ম্যাচ ঘিরে উন্মাদনার থার্মোমিটারে চড়ছে পারদ। আইএসএলের প্লে অফে ওঠার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের। ডার্বি জিতেই সমস্ত হতাশা ভুলতে চান লাল-হলুদ জনতা। প্রথম ডার্বিতে হারের বদলা নিতে মুখিয়ে স্টেইনম্যান-পিলকিংটনরা। অন্যদিকে দুরন্ত ছন্দে এটিকে মোহনবাগান। তরতরিয়ে এগোচ্ছে পালতোলা নৌকা। ডার্বি জিতে আইএসএলের শীর্ষস্থান মজবুত করতে চান রয় কৃষ্ণা-মার্সেলিনহোরা।প্রথম পর্বে রয় কৃষ্ণা আর মনবীরের গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সবুজ-মেরুন।

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ফিরতি বড় ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে দেখে নেওয়া যাক। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।

কখন শুরু হবে ম্যাচ: সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।

আরও পড়ুন: IPL Auction: আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার মরিস! ভেঙে দিলেন সব রেকর্ড

কোন চ্যানেলে দেখা যাবে খেলা:

১) ইংরেজিতে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (Star Sports 1 HD), স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি (Star Sports 2 HD) চ্যানেলে দেখা যাবে।

২) হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১, হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১ (Star Sports Hindi 1 HD), স্টার স্পোর্টস এবং স্টার গোল্ড ২ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।

৩) বাংলায় ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস বাংলায়।

৪) এছাড়াও মালায়ালম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠিতেও ম্যাচ দেখা যাবে।

https://twitter.com/sc_eastbengal/status/1362643261672747014?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362643261672747014%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Fatk-mohun-bagan-vs-sc-east-bengal-live-streaming-how-to-watch-isl-2020-21-kolkata-derby-online-on-disney-plus-hotstar-31613721994879.html

কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং:

১) ডিজনি প্লাস হটস্টার ভিআইপি (Disney+ Hotstar VIP)।

২) জিও টিভি (JioTV)।

আরও পড়ুন: IPL 2021 Auction: অল্প পুঁজি নিয়েও বাজিমাত, নিলামের পর কেমন হল KKR দল, দেখে নিন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest