কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babool Supriyo)র টুইটের জবাব দিলেন হনুমা। সিডনি টেস্টের শেষদিনে হনুমা বিহারী–রবিচন্দ্রন অশ্বিনের চোয়ালচাপা লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ম্যাচের পরই হনুমার (Hanuma Vihari) ‘স্লো’ ব্যাটিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন BJP সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babool Supriyo)। যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বাবুলকে।
সোমবার ম্যাচের পরই বাবুল টুইট করে লিখেছিলেন, “১০৯ বল খেলে মাত্র ৭ রান! অপ্রিয় হলেও আসল কথা হল হনুমা বিহারী শুধু যে ভারতের জয়ের সম্ভাবনাকে নষ্ট করল তা নয়, ক্রিকেটেরও খুন করল। জিততে পারি, এই মনোভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কিন্তু অপরাধ।”
আরও পড়ুন: ‘বিজেপিতে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়’, বললেন সৌমিত্র খাঁ, জবাব প্রাক্তন ফুটবলারের
বুধবার বাবুলের সেই টুইটেরই জবাব দিলেন হনুমা। তবে কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে বেশি কিছু তিনি বলেননি। এমনকী মুখ খোলেননি ওই ইনিংস নিয়েও। শুধু টুইটে বাবুল তাঁর নামের বানান ভুল লিখেছিলেন, সেটাই শুধরে দেন হনুমা।সংক্ষেপে টুইটের নিচে মন্তব্য করেন, ‘‘*Hanuma Vihari’’। হনুমার এই মন্তব্যটিও মুহূর্তে ভাইরাল হয়। ‘সেরা জবাব’, এমনটাই লেখেন নেটিজেনরাও।
পরে অবশ্য বাবুল লেখেন ‘আমি ক্রিকেটের কিছুই বুঝি না।” প্রশ্ন উঠছে যা বোঝেন না তা নিয়ে বলতে যান কেন ? যা বোঝেন তা নিয়ে কথা বললেই তো হয়। কারো কারো বক্তব্য এই সমস্যা বাবুলের একার নয়। এদেশের রাজনেতাদের অনেকেই এই অসুখে আক্রান্ত। কেউ এককাঠি এগিয়ে বলেছেন, বাবুল যে দলের মন্ত্রী সে দলের বহু নেতা এই ধরণের মন্তব্য করে টাইম পাস করেন
ROFLMAX!! ??? pic.twitter.com/gIHpngYg3E
— Mask up and take your vaccine???? (@ashwinravi99) January 13, 2021
আরও পড়ুন: এ বার তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে অপসারিত শিশির অধিকারী