Site icon The News Nest

ইউরোপীয় লিগে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গোল করে নজির বালা দেবীর

bala

প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইউরোপে গোল করার নজির গড়লেন বালা দেবী। স্কটিশ লিগে গোল করে এই কৃতিত্ব অর্জন করলেন বালা দেবী। প্রসঙ্গত এই বছরের গোড়ার দিকেই রেঞ্জার্স এফসি দলে নিজের জায়গা পাকা করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ক্ষেত্র থেকে উঠে আসা এই তারকা ফুটবলার। তাঁর ক্লাব রেঞ্জার্স ৯-০ গোলে হারাল মাদারওয়েল ক্লাবকে। উল্লেখ্য পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৮৫ মিনিটে গোল করেন ভারতীয় ফুটবলার বালা দেবী।

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ভারত, ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ধাওয়ান-কোহলি

২০১৪ ও ২০১৫ সালে দুবার এআইএফএফের বিচারে বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হওয়া বালা দেবী শুধু নিজের ক্লাব দলের হয়ে গোল করেননি, দলকে একটি পেনাল্টি পেতেও সাহায্য করেন তিনি। উল্লেখ্য, মনিপুরের এই ফরোয়ার্ডকে জানুয়ারি ২০২০’তে স্কটিশ ক্লাব রেঞ্জার্স নিজেদের সঙ্গে চুক্তিবদ্ধ করেছিল।

 

আরও পড়ুন: অমিত শাহের পুলিশের হাতে গৃহবন্দি ‘কৃষক সমব্যথী’ কেজরী! দাবি আপের

 

Exit mobile version