চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে লজ্জার হারের জেরে বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করার পর দেওয়াল লিখনটা পড়াই যাচ্ছিল। শেষমেশ কোচ ছাঁটাইয়ের জল্পনায় সিলমোহর দেয় বার্সা। ক্লাবের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, সেতিয়েন আর প্রথম দলের কোচ থাকছেন না। সঙ্গে বার্সেলোনার তরফে আরও ইঙ্গিতে দেওয়া হয়েছে যে, প্রথম দলে আরও বড়সড় কিছু পরিবর্তন অপেক্ষা করে রয়েছে।
জানুয়ারিতে ভালভারদের চাকরি যাওয়ার পর দায়িত্বে আসেন সেতিয়েন। তবে ১২ বছরে প্রথমবার ট্রফিহীন থাকার পর ক্লাব সরিয়ে দিল তাঁকেও। মাত্র সাত মাসেই তাঁকে বিদায় করছে ক্লাব। শুধু কিকেকে বিদায় করাই নয়। নতুন কোচ বাছাইয়ের কাজটাও মোটামুটি সারা। শোনা যাচ্ছে নেদারল্যান্ডের জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান হতে চলেছেন বার্সার পরবর্তী কোচ। তাঁর সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে দল।
আরও পড়ুন: ‘অবসর ঘোষণার পর দুজনে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম’, ধোনির সঙ্গে কেন অবসর নিলেন জানালেন রায়না
❗ Quique Setién no longer first team coach.
The new coach will be announced in the coming days as part of a wide ranging restructuring of the first team.— FC Barcelona (@FCBarcelona) August 17, 2020
সোমবারের বোর্ড মিটিংয়ে ঠিক হয়েছে, এবার শুধু কোচ নয়, ফুটবলারদেরও শাস্তি পেতে হবে। শোনা যাচ্ছে মোট চারজন বাদে বার্সার পুরো দলটাকেই নাকি বেচে ফেলার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতেমেউ। অদরকারীদের তালিকায় আছেন, সুয়ারেজ, গ্রিজম্যান, পিকে, সের্জিও, আলাবাদের মতো প্রথম সারির তারকারা। যে চারজন ফুটবলারকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মেসি (Lionel Messi) । বার্সা সবাইকে বেচতে চাইলেও মেসিকে বেচতে চায় না। এখন প্রশ্ন হল, মেসি কি এর পরেও কেরিয়ারের বাকি সময়টুকু বার্সেলোনার (Barcelona) মতো শতছিন্ন টিমে কাটাবেন? নাকি নতুন কোনও চ্যালেঞ্জের জন্য তিনি তৈরি?”
শোনা যাচ্ছে, লিও নাকি বার্সেলোনায় আর নতুন চুক্তিতে সই করতে চান না। নেইমারের বদলে গ্রিজম্যানকে আনা নিয়ে বার্সার সঙ্গে মেসির ঝামেলা বহু দিন চলছে। সে দিক থেকে দেখলে, নেইমার এরপরেও না এলে মেসি কিন্তু বার্সা ছাড়ার কথা ভাবতেই পারেন।
আরও পড়ুন: ধোনি বিদায়ে মন খারাপ পাকিস্তানেরও, খেলার মাঠ থেকে অবসর নিলেন বশির চাচা