টি-টোয়েন্টিতে নেতৃত্বের আর্মব্যান্ড আগেই পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দিন দুই আগে তাঁর হাতে তুলে দেওয়া হল ওয়ানডে-র নেতৃত্বও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন সিদ্ধান্তের পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিরাট-অনুরাগীরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দুষেছেন। এবার ক্যাপ্টেন্সি ইস্যুতে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘‘দল নির্বাচনের পরে বিরাটের সঙ্গে অবশ্যই কথা হয়েছে। ওর সঙ্গে কথা বলে মনে হল, কোথাও কোনও সমস্যা নেই। সব কিছু ঠিক আছে।’’ কেন কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো হল, তা নিয়ে সৌরভ আরও একবার জানিয়ে দেন, সাদা বলের ক্রিকেটে দু’ জন অধিনায়ক রাখা সম্ভব নয়। সৌরভ বলেন, ‘‘এটা মোটামুটি নিশ্চিত ছিল, সাদা বলের ক্রিকেটে আমরা দু’ জন ভিন্ন অধিনায়ক রাখব না। সেই কারণেই রোহিতকে এক দিনের ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই হত।’’
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ”বিসিসিআই এবং নির্বাচকরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনা হল, বিসিসিআই সেই সময়ে বিরাটকে অনুরোধ করেছিল টি টোয়েন্টি ফরম্যাট থেকে নেতৃত্ব যাতে না ছাড়ে। কিন্তু সেই সময়ে কোহলি তা মেনে নেয়নি। সেই সময়ে নির্বাচকরা স্থির করেছিলেন সাদা বলের দুই ফরম্যাটে দু’ জন অধিনায়ক রাখা হবে না।” সৌরভ এবং নির্বাচকদের চেয়ারম্যান আলাদা করে কোহলির সঙ্গে কথাও বলেন। সৌরভ বলেন, “স্থির হয় টেস্টে নেতৃত্ব দেবে কোহলি আর রোহিত সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে। প্রেসিডেন্ট হিসেবে আমি ব্যক্তিগত ভাবে বিরাট কোহলির সঙ্গে কথা বলি। নির্বাচকদের চেয়ারম্যানও কথা বলেন।”
বিরাট কোহলির জায়গায় রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণার পর থেকে ক্রিকেট মহল থেকে সোশ্যাল মিডিয়ায় নানান কথা শুরু হয়েছে| কেউ এই সিদ্ধান্তের পক্ষে কেউ আবার বিপক্ষে| তাই হয়ত বিতর্কের আগুন নেভাতে আসরে নামতে হল খোদ বোর্ড সভাপতিকেই| কোহলির জায়গায় রোহিতকে কেন অধিনায়ক বাছা হল, সেই যুক্তিও তিনি দিলেন|
সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর| যেখানে প্রথমবার রোহিত শর্মার অধিনায়কত্বে খেলতে নামবেন বিরাট কোহলি| সেদিকেই তাকিয়ে সকলে|