BCCI provides official update on Team India's new T20 World Cup jersey

T20 WC: ১৩ অক্টোবর কোহলিদের নতুন জার্সি উন্মোচন করবে BCCI

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) নতুন জার্সি (Jersey) পরে মাঠে নামবে ভারতের ক্রিকেট দল। শেষবার গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর পর থেকে জার্সি পরিবর্তন হয় টিম ইন্ডিয়ার (Team India)। ভারত সেই প্রথম বার রেট্রো জার্সি পরেছিল। নব্বইয়ের দশকের ক্রিকেট ভক্তরা নস্ট্যালজিকও হয়ে পড়েন। কারণ, ওই জার্সি ১৯৯২ বিশ্বকাপের অনুরূপ। বিসিসিআই (BCCI) শুক্রবার জানিয়েছে যে ১৩ অক্টোবর বিরাট কোহলিদের জন্য নতুন জার্সির উন্মোচন করা হবে।

এমপিএল স্পোর্টস ভারতীয় দলের নতুন কিট স্পনসর এবং অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার। এরাই নতুন কিট সরবরাহ করবে। ক্রিকেট ভক্তরা আশা করছেন যে এবার তাঁদের প্রিয় ঐতিহ্যবাহী নীল রং ফিরে আসবে ভারতীয় দলের জার্সিতে। যা ভারতীয় ক্রিকেটের জন্য সমার্থক।

২০২১ সালের ডিসেম্বর থেকে খেলোয়াড়রা যে গাঢ় নীল রঙের জার্সি খেলছে তা ১৯৯২ বিশ্বকাপের জার্সির অনুরূপ। যদিও, প্রাথমিক ভাবে পরিকল্পনা ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ওই জার্সি ব্যবহার করা হবে। তবে, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজও ওই জার্সি পরে খেলেছে।

সাধারণত বিশ্বকাপের মতো ইভেন্টে দলগুলো নতুন কিট সরবরাহ করে থাকে। নতুন জার্সিরও উদ্বোধন করা হয়। তবে মেন ইন ব্লু নতুন জার্সি পরে বিশ্বকাপে নামবে কিনা, সরকারি ভাবে এখনও তেমন কিছু ঘোষণা হয়নি। অনেকে আবার মনে করছে, ভারত হয়তো একই জার্সি পরে মাঠে নামবে। বিসিসিআই এমপিএল স্পোর্টসকে ভারতীয় দলের নতুন কিট স্পনসর এবং অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার হিসেবে ঘোষণা করার পর এই পরিবর্তন কার্যকর হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest