Brij Bhushan sexually harassed, molested, and stalked wrestlers, says Delhi police chargesheet

Brij Bhushan Singh: ব্রিজভূষণ যৌন নিগ্রহে দায়ী, শাস্তি হওয়া দরকার, চার্জশিটে জানাল দিল্লি পুলিশ

কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ সিংহের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে ছয় কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতে তৈরি করা দিল্লি পুলিশের (Delhi Police) চার্জশিট সামনে এল। এখনও পর্যন্ত যতটা তদন্ত করা হয়েছে সেই ভিত্তিতে ব্রিজভূষণের সঙ্গে যৌন হেনস্থা, শ্লীলতাহানি ও নজরদারি করার সংযোগ পাওয়া গিয়েছে বলেই চার্জশিটে দাবি করা হয়েছে।

১৩ জুন তৈরি হওয়া এই চার্জশিটে বিজেপি সাংসদের (BJP MP) বিরুদ্ধে ৫০৬ (অপরাধমূলক ভীতিপ্রদর্শন), ৩৫৪ (নারীর শালীনতা নষ্ট করা), ৩৫৪ এ (যৌন হেনস্তা), ৩৫৪ ডি (নজরদারি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এও বলা হয়েছে, একটি ক্ষেত্রে বার বার করে শ্লীলতাহানি করেছিলেন ব্রিজভূষণ। ছ’টি মামলার দুটিতে ৩৫৪, ৩৫৩ এ এবং ৩৫৪ ডি ধারা আনায় মামলা করা হয়েছে এবং চারটি মামলায় ৩৫৪ এবং ৩৫৪ এ ধারা প্রয়োগ করা হয়েছে।

এবার পুলিশের তরফে আদালতকে অনুরোধ করা হয়েছে যাতে ব্রিজভূষণকে সমন পাঠিয়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করানো যায়, সেই সঙ্গে সাক্ষীদেরও ডাকতে অনুরোধ করা হয়েছে। সবমিলিয়ে ১০৮ জন সাক্ষীর সঙ্গে কথা বলেছিল দিল্লি পুলিশ। তাদের মধ্যে কুস্তিগির, কোচ, রেফারি সহ ১৫ জন অভিযোগকারী কুস্তিগিরদের সমর্থন করেছেন।

আরও পড়ুন: Rinku Singh: ‘বাচ্চা’ নয়, রিঙ্কুকে ‘বাপ’ বললেন শাহরুখ, কিন্তু কেন?

তবে ব্রিজভূষণ নিজের দাবিতে অনড়। তাঁর দাবি তিনি না অভিযোগকারী কুস্তিগীরদের সঙ্গে কোনদিনও দেখা করেছেন, না তাঁর কাছে তাদের ফোন নম্বর রয়েছে। পুলিশের চার্জশিটে ব্রিজভূষণ ‘শাস্তিযোগ্য অপরাধ’ করেছেন বলে দাবি করা হলেও, কিন্তু সরকারের গঠন করা কমিটি কিন্তু এপ্রিলে ক্রীড়ামন্ত্রককে দেওয়া নিজেদের রিপোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা কোনওরকম অভিযোগকেই তেমন আমল দেয়নি। কুস্তিগীরদের অভিযোগের ভিত্তিতেই সরকারের তরফে মেরি কমের নেতৃত্বাধীন ছয় দলের একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।

২৪ এপ্রিল সেই কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হয়। সেই রিপোর্ট অনুযায়ী কুস্তিু ফেডারেশনের অন্দরে সাংগঠনিক ত্রুটি রয়েছে জানানো হলেও, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির ক্ষেত্রে তাঁরা তেমন কিছুই লেখেননি। কমিটির ওপর আস্থা হারিয়েই সাক্ষী মালিকরা ফের একবার জন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন। প্রায় দুই মাস ধরে সেই বিক্ষোভ, প্রতিবাদ চলে। অবশেষে গত মাসের শেষের দিকে গৃহমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠক সারেন। সেই বৈঠকে তদন্তের আশ্বাস পারওয়ার পরেই সাক্ষীরা নিজেদের প্রতিবাদ তুলে নেন।

আরও পড়ুন: World Cup Ticket Price: বিশ্বকাপে ইডেনের টিকিট মাত্র ৬৫০ টাকা! ঘোষণা সিএবি’র