Bumrah at the door of the record, may overtake Kapil Dev !

রেকর্ডের দোরগোড়ায় বুমরাহ, টপকে যেতে পারেন Kapil Dev কে!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship final) জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) এসেছিলেন স্ক্যানারের তলায়! খারাপ পারফরম্যান্সের জন্য চূড়ান্ত সমালোচিত হয়েছিলেন দেশের বিশ্ববন্দিত ফাস্টবোলার। কিন্তু চলতি ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন বুমরা। ফের চেনা ছন্দে নিজেকে মেলে ধরেছেন তিনি। নটিংহ্য়াম ও লর্ডস মিলিয়ে ডজন উইকেট নেন তিনি। লর্ডসে শুধু বল হাতেই নয়, ব্যাটেও চমকে দেন তিনি। মহম্মদ শামির সঙ্গে ৮৯ রানের যুগলবন্দি করেন তিনি।

বুধবার অর্থাৎ আগামিকাল থেকে লিডসের হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।  এই টেস্টেও চোখ থাকবে বুমরার দিকে। ভারতের এই পেসার আর পাঁচ উইকেট পেলেই টেস্টে উইকেটের সেঞ্চুরি করবেন। ২২ টেস্টে বুমরার ঝুলিতে আছে ৯৫টি উইকেট। বুমরা যদি হেডিংলিতে ১০০ উইকেট পেয়ে যান, তাহলে তিনি দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শততম উইকেটের মালিক হবেন। একই সঙ্গে বুমরা মনোজ প্রভাকর (৯৬) ও ভেঙ্কটেশ প্রসাদকেও (৯৫) টপকে যাবেন।

আরও পড়ুন : AFC CUP : উইলিয়ামসের গোলেই বাজিমাত, সেমিফাইনালে ATK Mohun Bagan

বুধবার অর্থাৎ আগামিকাল থেকে লিডসের হেডিংলিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট।  এই টেস্টেও চোখ থাকবে বুমরার দিকে। ভারতের এই পেসার আর পাঁচ উইকেট পেলেই টেস্টে উইকেটের সেঞ্চুরি করবেন। ২২ টেস্টে বুমরার ঝুলিতে আছে ৯৫টি উইকেট। বুমরা যদি হেডিংলিতে ১০০ উইকেট পেয়ে যান, তাহলে তিনি দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে শততম উইকেটের মালিক হবেন। একই সঙ্গে বুমরা মনোজ প্রভাকর (৯৬) ও ভেঙ্কটেশ প্রসাদকেও (৯৫) টপকে যাবেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় পাল্টা জবাব দিতে থাকেন বুমরাহ। তিনি জেমস অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার দিতে থাকেন। এরআগে তৃতীয় দিনেও অ্যান্ডারসনকে বাউন্সার দেন বুমরাহ। তাঁর বাউন্সার থেকে বাদ যাননি অলি রবিনসনও। বিরাট কোহলির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন জেমস অ্যান্ডারসনও। তবে টেল এন্ডারদের চাপে রাখার কৌশল নতুন নয়। এরআগে অস্ট্রেলিয়া সিরিজেও স্লেজিংয়ের শিকার হতে হয়েছে ভারতীয় দলকে। তবে খেলার পাশাপাশি স্লেজিংয়ের জবাব স্লেজিংয়েই দিয়েছে ভারত।

আরও পড়ুন : উদ্ধবকে ‘চড় মারা উচিত’ মন্তব্য করার কারণে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেফতার করল পুলিশ, তোলপাড় মহারাষ্ট্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest