Bumrah's unique example in the Oval Test, 100 wickets in 24 matches, left behind Kapil

ওভাল টেস্টে অনন্য নজির বুমরাহের,২৪ ম্যাচে ১০০ উইকেট, পিছনে ফেললেন কপিলকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে দ্রুত শততম উইকেট শিকারের রেকর্ড কায়েম করলেন জসপ্রীত বুমরাহ। মাত্র ২৪ টেস্ট ম্য়াচেই তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ইংল্যান্ডের অলি পোপকে মাত্র ২ রানে ফেরত পাঠানোর পরই বুমরাহের নামে এই কৃতিত্ব দাখিল হয়ে যায়। আপাতত একের পর এক উইকেট হারিয়ে ইংল্যান্ড যথেষ্ট কোনঠাসা অবস্থায় বসে রয়েছে। আপাতত ১৬৯ রানে তাঁরা ৬ উইকেট হারিয়ে ফেলেছে। আর চারটে উইকেট কোনওক্রমে ভারতীয় বোলাররা শিকার করতে পারলেই ওভাল টেস্টে কোহলি ব্রিগেড জয়লাভ করতে পারবে।

দেখুন কোন ভারতীয় বোলার কত কম ইনিংসে ১০০ উইকেটের মালিক হয়েছেন :

২৪ – জসপ্রীত বুমরাহ
২৫ – কপিল দেব
২৮ – ইরফান পাঠান
২৯ – মহম্মদ সামি
৩০ – জাভাগল শ্রীনাথ
৩৩ – ইশান্ত শর্মা

আরও পড়ুন: T20 বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান, কারা বাদ পড়লেন, কারা জায়গা পেলেন, দেখে নিন

১৯৭১ সালে ওভালেই টেস্ট তথা ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত। এরপর গত ৫০ বছরে এই ওভালে ভারত আর টেস্ট জয়ের স্বাদ পায়নি। পাঁচটি টেস্ট ড্র হয়, শেষ তিনটি টেস্টে ভারত হারে। তার মধ্যে দুটিতে ইনিংসে পরাজয়। কিন্তু এবার ৫০ বছর পর ভারত যেমন ওভালে টেস্ট জয়ের কাছে পৌঁছে গিয়েছে, তেমনই তা নিশ্চিত করার অন্যতম কারিগর হিসেবে কপিল দেবের রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ২৫.১ ওভারে ৬২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ভারতের জিততে দরকার ২ উইকেট। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর আট উইকেটে ১৯৩। ক্রিস ওকসকে ১৮ রানে আউট করেছেন উমেশ যাদব। বুমরাহ, জাদেজা ও শার্দুল দুটি করে উইকেট পেয়েছেন।

আরও পড়ুন: অভিষেকের গাড়িতে হামলার পর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ে হামলা BJP-র

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest