KKR vs MI: শাহরুখ খানের দলকে শুভেচ্ছাবার্তা মমতার, কেকেআর-এর বর্ণময় আলোয় সাজল বুর্জ খলিফা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

IPL-এ বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স। রাসেল–নারিন–গিলদের খেলা দেখতে আপাতত মুখিয়ে KKR ভক্তরা। এর মধ্যে শাহরুখ খানের (Shah Rukh Khan) দলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “২০২০ সালে ইতিমধ্যেই বিরাম না নিয়ে সমস্যার মোকাবিলা করার জন্য ভারতের মন্ত্র হয়ে উঠেছে করব, লড়ব, জিতব। আরও একদল চ্যাম্পিয়ন আজ মাঠে নামছে। প্রত্যেক ঘরে আনন্দের বার্তা বয়ে আনার জন্য। নিজেদের আইপিএল মরসুম শুরু করার জন্য নাইট রাইডার্স ও স্নেহের শাহরুখকে অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন: চোখে পড়ার মত ট্রান্সফরমেশন! অলিভিয়ার গ্ল্যাম লুকে বুঁদ নেটিজেনরা

তবে ২২ গজে কার্তিকরা নামার আগেই বড়সড় চমকের সাক্ষী থাকল গোটা পৃথিবীর নাইট ফ্যানরা। পৃথিবীর উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাকে রাঙানো হল পার্পেল রঙে। খলিফা জুড়ে এখন কেকেআর। যেখানে আলোর রোশনাইয়ের পাশাপাশি, কিছু সময় বাদেই ফুটে উঠছে কেকেআর স্কোয়াডের একাধিক ক্রিকেটারদের ছবি ও তাদের ঘিরে থাকা একাধিক ঘটনা।

আইপিএল শুরুর পর চারটি ম্যাচ হয়ে গিয়েছে। করোনা সংক্রমণ রুখতে এবার আর দেশে নয়, আইপিএলের আসর বসেছে দুবাইয়ে (Dubai)। যদিও তাতে টুর্নামেন্ট নিয়ে উৎসাহের ভাঁটা পড়েনি। ইতিমধ্যে টুর্নামেন্টের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে ২০ কোটিতে। যা আগামিদিনে আরও বাড়বে বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা। এই পরিস্থিতিতে বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে কলকাতার ট্র‌্যাক রেকর্ড মোটেই ভাল নয়। তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা। এজন্য অবশ্য সবাই তাকিয়ে দুই ক্যারিবিয়ান তারকা রাসেল–নারিনের দিকেই।

গতকাল নেট প্রাক্টিসে পুরোনো মেজাজে দেখা গিয়েছে কলকাতার বাহুবলী আন্দ্রে রাসেলকে। প্রাক্টিস শেষে অধিনায়ক দীনেশ কার্তিক জানান, মাঠে নামার জন্য মুখিয়ে আছে গোটা কেকেআর স্কোয়াড। অপরদিকে তাদের প্রথম ম্যাচ হারায় রোহিতের মুম্বইও চাইবে মরণ কামড় দিতে। সবমিলিয়ে একটি উপভোগ্য ম্যাচের আশায় দর্শকরা।

আরও পড়ুন: OMG! বারোদিন আগে বিয়ে, হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের পুনমের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest