Champagne caps thrown at Rahul at Lord's by English crowd

Lord’s-এ রাহুলকে লক্ষ্য করে ছোঁড়া হল শ্যাম্পেনের ছিপি, নিজেদের লজ্জায় ফেললেন ইংরেজ দর্শকরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আবারও বিতর্কে ইংল্যান্ডের (England) সমর্থকরা। ভারতীয় সমর্থক এবং ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের পর এবার কেএল রাহুলের (KL Rahul) সঙ্গে দুর্ব্যবহার করা হল। টিম ইন্ডিয়ার (Team India) ফিল্ডিংয়ের সময় লর্ডসে শতরানকারী এই ভারতীয় ব্যাটসম্যানের দিকে তাক করে উড়ে এল একের পর এক শ্যাম্পেনের ছিপি বা কর্ক। যে ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়লেন ভারতীয় সমর্থকরা।

৬৯তম ওভারে প্রথম এই ঘটনা সামনে আসে। রাহুলের সামনে শ্যাম্পেনের বোতলের একটি ছিপি পড়ে থাকতে দেখা যায়। সেই ওভারটি করছিলেন মহম্মদ শামি। তাঁর চতুর্থ বলের পরে দর্শকদের আক্রমণের শিকার হন রাহুল।

অধিনায়ক বিরাট কোহলি এই ঘটনায় একেবারেই খুশি হতে পারেননি। তিনি রাহুলকে ইঙ্গিত করেন ছিপিগুলিকে মাঠের বাইরে ছুড়ে ফেলতে। ততক্ষণে সেই ছবি ছড়িয়ে গিয়েছে নেটমাধ্যমে। এরপর ওই জায়গায় ক্যামেরা ধরলে দেখা যায়, মাঠের মধ্যে একাধিক কর্ক বা ছিপি পড়ে রয়েছে। ইংরেজ সমর্থকদের আচরণের নিন্দা করতে শুরু করে দিয়েছেন ভারতীয় সমর্থকরা। বেশ কিছু ইংরেজ সমর্থকও এই ঘটনার নিন্দা করেন।

আরও পড়ুন: Lionel Messi: ১৫ হাজার টাকায় বিকোচ্ছে মেসির জার্সি, মাত্র ৩০ মিনিটেই শেষ স্টক

এর আগে নটিংহাম টেস্টেও একই ঘটনা ঘটেছিল। শুধু ক্রিকেটাররা নন, খেলা দেখতে আসা ভারতীয় সমর্থকদের উদ্দেশেও কটূক্তি করার অভিযোগ উঠেছিল ইংল্যান্ড সমর্থকদের বিরুদ্ধে। রেডিটে নিজের পোস্টে ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ মহিলা দর্শকের অভিযোগ, একদল ইংরেজ সমর্থক লাগাতার ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে যাচ্ছিলেন। কখনও শামিকে তো কখনও আবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে উদ্দেশ্য করে কটূক্তি করছিলেন ওই সমর্থকরা। চলছিল লাগাতার গালিগালাজও।

এই পরিস্থিতিতে ওই মহিলা সমর্থক অভিযুক্ত সমর্থকদের এই কাজ করতে বারণ করলে এবং বিপক্ষ ক্রিকেটারদের সম্মান জানানোর কথা বললে, তাঁকেও পালটা কথা শুনতে হয়। এমনকী তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তোলে অভিযুক্ত ইংরেজ সমর্থকরা। এরপর নিজের পরিচয় জানানোর পর ওই মহিলা দর্শককে ভারতে চলে আসার কথাও বলা হয়। এরপরই স্ট্যান্ডে থাকা এক নিরাপত্তা আধিকারিককে অভিযোগ জানান ওই মহিলা। তারপরই অভিযুক্ত এক ইংরেজ সমর্থককে সেখান থেকে বের করে দেওয়া হয়।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছিল ভারত। সিডনি-সহ একাধিক জায়গায় বর্ণবিদ্বেষী মন্তব্য উড়ে আসে ভারতীয় ক্রিকেটারদের দিকে। সব থেকে বেশি আক্রমণ করা হয়েছিল মহম্মদ সিরাজকে।

আরও পড়ুন: Ligue 1: PSG-র ম্যাচে আজ দর্শক মেসি, মাঠে নামবেন কবে থেকে?

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest