Site icon The News Nest

PCB ইচ্ছা করে ভালো ক্রিকেটারদের দলে নেয় না, বিস্ফোরক অভিযোগ শোয়েব আখতারের

shoiab

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আত্মসমর্পণ করার পর চাঁচাছোলা ভাষায় পাকিস্তান দলের সমালোচনা করলেন শোয়েব আখতার। প্রাক্তন পেসার তাঁর ক্ষোভ উগরে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরেও।

শোয়েবের বিস্ফোরক অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইচ্ছা করে গড়পড়তা ক্রিকেটার নির্বাচন করে। সেকারণেই দল ভালো ক্রিকেট খেলতে ব্যর্থ হয়। প্রাক্তন পেসারের দাবি, পাকিস্তান যতবার টেস্ট খেলতে নামবে, তাদের করুণ দশা তত প্রকট হয়ে উঠবে। তিনি আরও বলেন যে, পাকিস্তান কার্যত স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে।

আরও পড়ুন:টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার, সিডনিতে নয়া নজির

সোশ্যাল মিডিয়ায় আখতার এক ভিডিও বার্তায় বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভুল, তাদের নীতি, তাদের রাজনীতির জন্য এমন ছবি দেখতে হচ্ছে। গড়পড়তা ক্রিকেটার নির্বাচন করবে, গড়পড়তা ক্রিকেটার খেলাবে, গড়পড়তা দল তৈরি করবে, গড়পড়তা কাজকর্ম করলে গড়পড়তা ফলও মিলবে। পাকিস্তান যখনই টেস্ট ম্যাচ খেববে, ওদের দুর্দশা তত প্রকট হবে। ওরা স্কুল পর্যায়ের ক্রিকট খেলছে। ওদের স্কুল পর্যায়ের ক্রিকেটার বানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। তোমরা ভাবছ ম্যানেজমেন্ট পালটে দেবে। পালটে দিলেও তোমরা কবে পালটাবে?’

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান এক ইনিংস ও ১৭৬ রানে পরাজিত হয়। পাকিস্তানের ২৯৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ৬৫৯ রান তুলে ডিক্লেয়ার করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮৬ রানে অল-আউট হয়ে যায়।

“The policies of the Pakistan Cricket Board is seeing them get what they had sowed. They keep bringing and playing average players, and they keep making an average team and will continue to do average work and because of this, average results will keep coming,” Akhtar said in a video he shared on Twitter.

আরও পড়ুন: ২টি ক্যাচ ফস্কে ফের ট্রোলের মুখে পন্থ, উইকেটকিপিংয়ে খুশি নন তাঁর IPL কোচ পন্টিং

Exit mobile version