সাংবাদিক সম্মেলনে এসে ঠান্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তাতেই বিপত্তি। সেই সংস্থার ক্ষতি হয়ে গেল প্রায় ৩০ হাজার কোটি টাকার।
গতকাল হাঙ্গেরিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। দু’টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যেই অবশ্য একটি ঘটনা সামনে এসেছে। হাঙ্গেরি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ‘সিআর৭’ কোকাকোলার বোতল সরিয়ে রেখেছিলেন। এবং সাংবাদিকদের উদ্দেশ্যে ইঙ্গিত দিয়ে জানিয়েছিলেন যে, কোকাকোলা নয় জল পান করুন। আসলে ফিটনেসের ব্যাপারে বরাবরই খুঁতখুঁতে রোনাল্ডো বুঝিয়ে দেন যে, কোকাকোলা নয়, জলই বেশি পছন্দ তাঁর।
Aqua only. That’s right @Cristiano. Coke ugh ? pic.twitter.com/rTTs7jqrku
— ????? ??????? (@ayshardzn) June 15, 2021
আরও পড়ুন: EURO 2020: রুদ্ধশ্বাস ম্যাচে জয়, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই
এই ঘটনার জেরে একদিনে কোকাকোলা কোম্পানি ক্ষতির মাশুল গুনেছে ৩৪ হাজার কোটি টাকা। মনে করা হচ্ছে যে, ভবিষ্যতে আরও ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। কেবল তাই নয়, এই ঘটনায় ১.৬ শতাংশ পড়ে গিয়েছে শেয়ারবাজারও। অর্থাৎ প্রতিষ্ঠান মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে।
তবে এই বিষয়ে একটি সন্দেহও দানা বেঁধেছে। কোকাকোলা কর্তৃপক্ষের সন্দেহ যে, পঞ্চম ইউরো কাপ খেলতে নেবে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা রোনাল্ডোর সঙ্গে নাকি পেপসি জোট বেঁধে পরোক্ষে এই কলকাঠি নেড়েছে। তবে এই সম্পর্কে কংক্রিট কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: Euro 2020: ইউরোয় তিনটি সর্বকালীন নজির ক্রিশ্চিয়ানোর, জয় দিয়ে ইউরো কাপ শুরু পর্তুগালের