Copa America 2021: ফাইনালের আগে দেখা যাবে না মেসি বনাম নেইমার, দেখে নিন কোয়ার্টার ফাইনালের লাইনআপ5

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোপা আমেরিকার ফাইনালের আগে লিয়নেল মেসি বনাম নেইমারের লড়াই দেখার সম্ভাবনা নেই। মঙ্গলবার ৮টি দল উঠল কোয়ার্টার ফাইনালে। নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই পরের পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল।

দেখে নিন কোয়ার্টার ফাইনালে কখন, কে কার মুখোমুখি হচ্ছে:

প্যারাগুয়ে বনাম পেরু: (প্রথম কোয়ার্টার ফাইনাল: ভারতীয় সময় শনিবার ভোর ২.৩০)

আগামী শনিবার গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের। গ্রুপ লিগ থেকে পেরুর সংগ্রহ চার ম্যাচে ৭ পয়েন্ট। দুটি ম্যাচ জয়ের পাশপাশি একটি ম্যাচে তারা হেরেছে এবং বাকি একটি ম্যাচে তারা ড্র করেছে। অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে হেরে গ্রুপ ‘এ’ –এর তৃতীয় দল হয়েছে প্যারাগুয়ে। চার ম্যাচে তাদের পয়েন্ট ৬। দুটি ম্যাচ জেতার পাশাপাশি তারা দুটি ম্যাচ হেরেছে।

ব্রাজিল বনাম চিলি: (দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: ভারতীয় সময় শনিবার ভোর ৫.৩০)

আর্জেন্তিনার মতোই তিনটি জয় ও একটি ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। আগামী শনিবার চিলির বিপক্ষে খেলবে নেইমাররা। গ্রুপ লিগের ম্যাচে একটি জয় ও একটি হারের সঙ্গে দুই ম্যাচে ড্র করে মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ -এর চতুর্থ দল হিসেবে সেরা আটে জায়গা পাকা করেছে তারা।

আরও পড়ুন: বিলেতের মাটিতে বিশ্ব জয়ের ৩৮ বছর, বোঝাতে চেয়েছিলাম আমরাও পারি, স্মৃতিচারণ কপিলের

উরুগুয়ে বনাম কলম্বিয়া: (তৃতীয় কোয়ার্টার ফাইনাল: ভারতীয় সময় রবিবার ভোর ৩.৩০) 

আগামী রবিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। এবারে গ্রুপ ‘এ’ –এর দ্বিতীয় হয়েছে উরুগুয়ে। গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে কাভানির গোলে জয়ের পরে, গ্রুপ লিগে চার ম্যাচে কাভানিদের পয়েন্ট হল ৭। দুটি ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচে তারা ড্র করেছে ও একটি ম্যাচ তারা হেরেছে। অন্যদিকে কলম্বিয়া ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে। চার ম্যাচে তাদের পয়েন্ট চার। একটি ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি একটি ম্যাচ তারা ড্র করেছিল। গ্রুপ লিগের বাকি দুটো ম্যাচে তারা হারের সম্মুখীন হয়।

আর্জেন্তিনা বনাম ইকুয়েডর: (চতুর্থ কোয়ার্টার ফাইনাল: ভারতীয় সময় রবিবার ভোর ৬.৩০)

চার ম্যাচে তিনটি জয় ও এক ড্র করে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর সেরা হয়েছে আর্জেন্তিনা। আগামী রবিবার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে খেলবে মেসির আর্জেন্তিনা। চার ম্যাচে একটিতে হেরে তিনটি ম্যাচে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চতুর্থ হয়েছে ইকুয়েডর।

আরও পড়ুন: Euro 2020: পেনাল্টি শ্যুট আউটে হার ফ্রান্সের, কোয়ার্টারে সুইসরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest