Copa America Final 2021: Match Report of Brazil vs Argentina

COPA AMERICA 2021 FINAL : মারাকানায় শাপমুক্তি, ২৮ বছর পর খেতাব পুনরুদ্ধার আর্জেন্তিনার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সেই মারাকানা। ফারাক শুধু ৭ বছর। দুঃস্বপ্ন ধুয়ে মুছে সাফ করে এই মারাকানাতেই সাফল্যের ফল্গুধারায় ভেসে গেল আর্জেন্তিনা। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হল মেসির আর্জেন্তিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

শুরু থেকেই একে অপরের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছিল দুই দল। তবে দি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ২০০৪ সালের পর কোপা আমেরিকার ফাইনালে গোল করলেন কোনও আর্জেন্টিনার ফুটবলার। রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি।

সেই বল পেয়ে যান দি মারিয়া। একাই এগিয়ে যেতে থাকেন বল নিয়ে। তাঁর গতির সঙ্গে পেরে ওঠেনি কেউ। গোলের সামনে পৌঁছে ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালের ভিতর। ২২ মিনিটের মাথায় এগিয়ে দেন দলকে।

প্রতিযোগিতার বাকি ম্যাচে বার বার দেখা গিয়েছে দি মারিয়াকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েছিলেন লিয়োনেল স্কালোনি। তবে দি মারিয়া নামতেই আর্জেন্টিনার খেলায় ছন্দ দেখা যেত। ফাইনালে তাই কোনও রকম দেরি করেননি আর্জেন্টিনার প্রশিক্ষক। জানতেন শুরুতেই গোল করতে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল। প্রথম একাদশেই রেখেছিলেন দি মারিয়াকে। সুফলও পেলেন।

দুই দলই একে অপরের অর্ধে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল। ৩৪ মিনিটের মাথায় বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল ব্রাজিল। তবে আর্জেন্টিনার মানব প্রাচীরে ধাক্কা খেয়ে ফেরে নেইমারের শট। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ব্রাজিল। গোলে দুটো শটও নিয়েছিল তারা। কিন্তু গোল করতে পারেনি।

ম্যাচ শুরুর ৩ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ফ্রেড। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেন তিতে। ফ্রেডের বদলে মাঠে নামেন রবের্তো ফিরমিনো। একে অপরের জামা ধরা, চোরাগোপ্তা পা চালানো, ইচ্ছাকৃত ভাবে আটকে রাখা চলতেই থাকে দুই দলের মধ্যে। হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার লিয়েন্ড্রো প্যারাদেসও।

৫২ মিনিটের মাথায় গোল পেয়েই গিয়েছিল ব্রাজিল। রিচার্লিসনের শট জালে জড়িয়ে যায়। তবে অফ সাইড ছিলেন তিনি। বাতিল হয়ে যায় সেই গোল। ২ মিনিটের মধ্যে ফের আক্রমণে উঠে আসে ব্রাজিল। ফের সুযোগ পান রিচার্লিসন। তাঁর জোরালো শট আটকে দেন এমিলিয়ানো মার্টিনেজ। বার বার আক্রমণে উঠতে থাকে ব্রাজিল। চাপ বাড়তে থাকে আর্জেন্টিনার রক্ষণে। বক্সের মধ্যে এক বার পড়ে যান নেইমার। তবে পেনাল্টি দেননি রেফারি।

আরও পড়ুন: Sourav Ganguly Birthday: সৌরভের ৪৯তম জন্মদিনে কী উপহার দিলেন ডোনা?

সময় যত এগিয়েছে ব্রাজিল মরিয়া হয়ে উঠেছে। ফ্রি কিক পেয়েছে, কর্নার পেয়েছে, মাঠে আসা কিছু দর্শকের উৎসাহ পেয়েছে কিন্তু গোল করতে পারেননি নেইমাররা। গোল না খাওয়ার পণ করে নেমেছিলেন ওটামেন্ডিরা। ৮৬ মিনিটের মাথায় নেমারের ফ্রি কিক থেকে বল পেয়ে গিয়েছিলেন পরিবর্ত হিসেবে নামা গ্যাবি। তাঁর শট আটকে দেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

এই কোপা আমেরিকার ফাইনালেই ৫ বছর পর আগে চিলির কাছে হেরে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। আর ৫ বছর পর হয়ত নিজের শেষ কোপা আমেরিকার ফাইনাল শেষে যখন মাঠ ছাড়লেন, তখন মেসির পা মাটিতে নয়। সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছা়ড়ছেন মেসি। মেসির জন্যই বোধ হয় এই কোপা জয়ের অঙ্গীকার করেছিল নীল সাদা জার্সি। আর চ্যাম্পিয়ন হওয়ার পর মেসিকে কোলে তুলে যেভাবে লোফালুফি করলেন, তাতে একটা বিষয় স্পষ্ট- ২৮ বছরের যন্ত্রণা পুষে রাখাটা একটা দলের কাছে কতটা কঠিন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় থেকে টপ স্কোরার-আজ মেসির ঝুলিতে। সেরা গোলকিপার আর্জেন্তিনার মার্টিনেজ। ২৮ বছর পর অবশেষে নীল সাদা জার্সি উজ্জ্বলতর হল। আরও একবার।

আরও পড়ুন: Harbhajan Singh : হরভজন-গীতার কোলে নতুন অতিথি, দ্বিতীয় বার বাবা হলেন ভাজ্জি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest