পাওলো দিবালা, সাদিও মানে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচের পর আন্তর্জাতিক ফুটবলের আরও এক মহাতারকা আক্রান্ত হলেন করোনা ভাইরাসে। আফ্রিকান নেশনস কাপ কোয়ালিফায়াররে প্রাক্কালে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মহম্মদ সালাহ করোনা সংক্রামিত হলেন।
ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে সালাহর করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। বলা হয়েছে, “জাতীয় দলের নমুনা পরীক্ষার রিপোর্ট বলছে আমাদের জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুলের তারকা মহম্মদ সালাহ করোনা আক্রান্ত হয়েছে। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। দলের বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।”
আরও পড়ুন : ভারতে PUBG-র পর এ বার কি তবে TikTok-এর ফেরার পালা?
শনিবার ঘরের মাঠে টোগোর সঙ্গে ম্যাচ রয়েছে মিশরের। তার আগেই করোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারবেন না সালাহ। এই মুহূর্তে চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী কাইরোতে একটি হোটেলে সালাহ সেলফ আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। আগামী দিনে ফের নমুনা পরীক্ষা করা হবে দু’বারের আফ্রিকান ফুটবলার অফ দ্য ইয়ারের।
চলতি প্রিমিয়ার লিগ মরসুমে লিভারপুলের হয়ে ইতিমধ্যেই ৮ গোল করে ফেলেছেন সালাহ। যদি কোভিড পজিটিভ হওয়ায় বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয় তাহলে তা ধাক্কা দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মরসুমের শুরুতে লিভারপুলের আর এক স্ট্রাইকার সেনেগালের সাদিও মানে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় বেশ কিছুদিন খেলতে পারেননি তিনি। যদিও সম্প্রতি মাঠে নেমেছেন মানে।
এমনিতেই চোটের খাতায় চলে গিয়েছেন লিভারপুলের দুই সেরা ডিফেন্ডার জো গোমেজ ও ভার্জিল ভ্যান ডাইক। ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে হাঁটুর চোটে মাসখানেক মাঠের বাইরে থাকবেন গোমেজ। অন্যদিকে গত মাসে এভারটনের বিরুদ্ধে খেলায় পিকফোর্ডের সঙ্গে সংঘর্ষে লিগামেন্ট ছিঁড়েছে ভ্যান ডাইকের। তাই তিনিও হয়তো মরসুমের বেশিরভাগ সময়টাই মাঠের বাইরে থাকবেন।
আরও পড়ুন : অসাধারণ ফিচার্স! খুব কম দামে লঞ্চ করল Nokia 8000 4G ও Nokia 6300 4G