এবার করোনায় আক্রান্ত ফুটবল তারকা ইব্রাহিমোভিচ, আছেন হোম কোয়ারান্টাইনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মারণ করোনায় (Covid-19) এবার আক্রান্ত হলেন ফুটবল তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। বৃহস্পতিবার তাঁর ক্লাব এসি মিলানের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। আর ফলে কিছুটা হলেও বিপাকে পড়ল তাঁর দল। কারণ সামনেই ইউরোপা লিগের (Europa League) ম্যাচে খেলতে নামবে এসি মিলান (AC Milan)।

এদিন মিলানের ক্লাবটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘‌‘জ্লাটান ইব্রাহিমোভিচ‌ করোনায় আক্রান্ত। ইতিমধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ইব্রাহিমোভিচ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন। দলের বাকিদের করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে তাঁদের প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ এসেছে।’‌’‌

আরও পড়ুন: KXIP vs RCB: সচিনকে টপকে ‘রেকর্ড’ সেঞ্চুরি রাহুলের, রানের পাহাড় গড়ল পাঞ্জাব

গত মাসেই মিলানের দলটির সঙ্গে পুনরায় এক বছরের চুক্তি করেছেন ৩৮ বছর বয়সি ইব্রা। এমনকী সোমবার বোলোগনার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেন। তবে এবার তাঁকে লড়তে হবে মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে। আপাতত প্রিয় তারকার সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।

লকডাউনের পর নতুন করে খেলা শুরু হওয়া যাবৎ ইব্রাহিমোভিচই সিরি-এ’র সবথেকে হাই প্রোফাইল ফুটবলার যিনি করোনা আক্রান্ত হলেন।আগামী ৩ অক্টোবর ৩৯ বছরে পা দেবেন ইব্রাহিমোভিচ। সেদিক থেকে দেখতে গেলে জন্মদিনটা তাঁকে হোম কোয়ারান্টাইনে থাকা অবস্থাতেই সেলিব্রেট করতে হবে। উল্লেখ্য, এসি মিলানের আগে জুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, প্যারিস সাঁ-জা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন ইব্রা।

আরও পড়ুন: বিরাট-অনুষ্কাকে নিয়ে অশ্লীল মন্তব্য গাভাস্কারের, বাদ পড়তে পারেন আইপিএল কমেন্ট্রি থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest