করোনার জের: আশঙ্কাই সত্যি, বাতিল ভারতের শ্রীলঙ্কা সফর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: আশঙ্কাটা সত‌্যি হল। করোনা প্রকোপে বাতিল হয়ে গেল আসন্ন ভারত-শ্রীলঙ্কা সিরিজ।করোনভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটারদের শ্রীলঙ্কায় পাঠানোর ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় বোর্ড (বিসিসিআই)। তার জেরে চলতি মাসের শেষের দিকে ভারতের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেল।

বৃহস্পতিবার শ্রীলঙ্কা বোর্ডের তরফে বলা হয়েছে, ‘চলতি বছরের জুনে ভারতীয় জাতীয় দলের যে শ্রীলঙ্কা সফর ছিল, তা সূচি অনুযায়ী হবে না। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির জেরে ক্রিকেট সিরিজ করা সম্ভব নয়। যে সিরিজে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা ছিল।’

আরও পড়ুন : সোশ্যাল ডিসট্যান্সিং তোয়াক্কা না করে বিতর্কে জড়িয়ে পড়লেন রোনাল্ডো

জুন মাসের শেষে তিনটে ওয়ান ডে তিনটে টি-টোয়েন্টি ম‌্যাচের সিরিজি খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বিরাট কোহলির ভারতের। কিন্তু এ দিনের পর তা বাতিল। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়েও দেওয়া হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গিয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলাটা সম্ভব হবে না। তা ছাড়া ভারতীয় ক্রিকেটাররা এখনও গৃহবন্দি। বিরাট কোহলি-রোহিত শর্মারা কেউই এখনও ট্রেনিংয়ে নামতে পারেননি। অতএব, এই অবস্থায় সিরিজ সম্ভব নয়। শ্রীলঙ্কা বোর্ডও বিবৃতি জারি করে সিরিজ বাতিলের কথা স্বীকার করে নিয়েছে।

ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানতে পেরেছে তাদেরই এবার এশিয়া কাপ করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে তেমন ইঙ্গিত পেয়েছে তারা। যদিও এই টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পাক বোর্ড আপাতত সরে দাঁড়িয়েছে। তারা ২০২২ এ করার আগ্রহ প্রকাশ করেছে। ছ’টা দল এই টুর্নামেন্টে খেলবে।

আরও পড়ুন : IPL 2020: স্টেডিয়াম দর্শক শূন্য হলেও আইপিএল করার সব রকমের চেষ্টা হচ্ছে: সৌরভ

Gmail 2

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest