সুশান্তের উদাহরণ টেনে তোপ দিন্দার, ছাড়ছেন বাংলা,ডিসিপ্লিন হতে হবে, পরামর্শ অরুন লালের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যখন বলিউড জুড়ে স্বজন-পোষণ, পরিবারতন্ত্রের অভিযোগ, তখন সুশান্তের নাম করেই বাংলা ক্রিকেটকে বিঁধলেন অশোক দিন্দা। বলে দিলেন, ‘আপনারা সবাই দেখছেন, সুশান্ত সিং রাজপুত কী অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। সব জায়গাতেই সেই একই জিনিস। কিন্তু আমি খুব শক্ত মনের মানুষ। আমাকে ভাঙা এত সহজ নয়।’

এবার রঞ্জির মাঝপথেই ড্রেসিংরুমে ঝামেলার জেরে টিম থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। তাঁকে কোণঠাসা করা হচ্ছে, এ রকম নানা অভিযোগ এনেছিলেন দিন্দা।

আরও পড়ুন : রঞ্জির ইতিহাসে সর্বাধিক উইকেট টেকার রাজিন্দর গোয়েল প্রয়াত

সিএবি বলেছিল, ক্ষমা চেয়ে নিলে দিন্দাকে আবার ফেরানো হবে টিমে। কিন্তু আজও নিজের অবস্থানে অটল তিনি। রবিবার বলে দিলেন, ‘আমি বাংলার এই টিম বা কোচিং স্টাফদের সঙ্গে খেলে খুশি নই। আমার সঙ্গে যা ব্যবহার করা হয়েছে, কিছু বলার নেই। এটা স্বার্থপরদের দুনিয়া।’

গত মরশুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলা দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। ক্ষমা না চাওয়ায় আর বাংলা দলেও ফিরতে পারেননি দিন্দা। সিএবিও ক্ষুব্ধ হয় দিন্দার আচরণে।বাংলার হয়ে ১৩ বছর খেলা দিন্দা বলেন, ‘অনেক রাজ্যের টিমের সঙ্গে আমার যোগাযোগ চলছে। চূড়ান্ত হলেই জানাব। তবে বাংলার হয়ে আর খেলছি না, এটা নিশ্চিত।’

গত মরশুমে বাংলার বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলা দল থেকে তাঁকে বাদ পড়তে হয়। ক্ষমা না চাওয়ায় আর বাংলা দলেও ফিরতে পারেননি দিন্দা। সিএবিও ক্ষুব্ধ হয় দিন্দার আচরণে।

বাংলার কোচ অরুন লালের সাফ জবাব, “বড় ক্রিকেটার হলেই হয় না। সবার আগে ডিসিপ্লিন হতে হবে। টিমম্যান না হলে তার দলে কোনও জায়গা নেই। দলের বোলিং কোচের সঙ্গে ও যা আচরণ করেছে তা মেনে নেওয়া যায় না। ওরকম আচরণের পরেও দিন্দা ক্ষমা চায়নি। দিন্দাকে ছাড়া রঞ্জিতে আমার দলের বোলাররা যা পারফর্ম করেছে তা ঈর্ষণীয়। দিন্দা যেখানেই খেলতে যাক, ওর জন্য শুভ কামনা রইল।”

আরও পড়ুন : ‘আমাকে প্যান্ট পরানোর জন্য ধন্যবাদ!’ কাকে এরকম বললেন ইনিয়েস্তা…

Gmail 4
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest