কঠিন মরশুমেও আটালান্টাকে হারিয়ে খেতাব জয় রোনাল্ডোর জুভেন্তাসের

মরশুমের সিংহভাগ জুড়েই মিলেছে হতাশা। দলে ফুটবলারদের মধ্যে ঝামেলা, লিগ খেতাব হাতছাড়া, এমনকি পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিয়েও রয়েছে আশঙ্কা। তবে এ সবের মাঝেই আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া খেতাব নিজেদের নামে করল জুভেন্তাস।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মরশুমের সিংহভাগ জুড়েই মিলেছে হতাশা। দলে ফুটবলারদের মধ্যে ঝামেলা, লিগ খেতাব হাতছাড়া, এমনকি পরের মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ নিয়েও রয়েছে আশঙ্কা। তবে এ সবের মাঝেই আটালান্টাকে হারিয়ে কোপা ইতালিয়া খেতাব নিজেদের নামে করল জুভেন্তাস।

গত বছর ফাইনালে খেতাব হাতছাড়া হয়েছিল, তাই এই বছর ট্রফি নিজেদের ঘরে ফেরাতে মরিয়া ছিলেন জুভেন্তাসের ফুটবলাররা। অপরদিকে গত ১০ ম্যাচে অপরাজিত থাকার সুবাদে আটালান্টাও প্রবল আত্মবিশ্বাসে ভর করেই মাঠে নেমেছিল।

আরও পড়ুন : বাইডেনকেও পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু, নির্লজ্জ মানব হত্যার মাধ্যমে বাড়াতে চাইছেন জনপ্রিয়তা

ম্যাচের শুরুতেই তিন মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়ে গেলেও তা কাজে লাগাতে পারেননি প্যালামিনো। শুরু থেকেই ম্যাচের রাশ হাতে তুলে নেয় আটালান্টা। তবে কিছুটা খেলার গতির বিপরীতেই ৩১ মিনিটে প্রতিআক্রমণে দুর্দান্ত গোল করে জুভেকে এগিয়ে দেন ডেয়ান কুলসেস্কি। তবে ১০ মিনিটের মধ্যেই রুসলান ম্যালেনস্কির গোলে সমতা ফেরায় আটালান্টা।

দ্বিতীয়ার্ধেও দারুণ গতিতে চলতে থাকে খেলা। সেই কুলেসেস্কির ঠিকানা লেখা বল থেকেই বল থেকেই ম্যাচের ৭৩ মিনিটে আবারও বিয়ানকোনেরিকে এগিয়ে দেন ফেদেরিকো কিয়েসা। বারংবার চেষ্টা করেও গোলের দরজা খুলতে না পারায় রেফারির কিছু সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেয় বার্গামোর ক্লাবের ফুটবলাররা। আটালান্টা চেষ্টা করেও আর গোলশোধ করতে পারেনি। ম্যাচে নিজের ছাপ ছাড়তে ব্যর্থ হন রোনাল্ডো।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest