Cristiano Ronaldo scores but Manchester United fails to win

রোনাল্ডোর রেকর্ড গোড়ার রাতেই চ্যাম্পিয়ন্স লিগে হার ম্যান ইউয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) জার্সি গায়ে প্রিমিয়ার লিগের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristinao Ronaldo)। নিজে আগুনে ফর্মে থাকলেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জেতাতে পারলেন না তিনি। নামগোত্রহীন ইয়ং বয়েজের কাছে ১-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের অভিযান শুরু করল ইউনাইটেড। তবে দল হারলেও চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ১৭৭ ম্যাচ খেলার রেকর্ড ছিল স্পেনের ইকের ক্যাসিয়াসের। এ দিন ইয়ং বয়েজের বিরুদ্ধে নামার সঙ্গে সঙ্গে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন রোনাল্ডো।

এদিন ম্যাচের প্রথমার্ধে মাত্র ১৩ মিনিটের মাথায় রোনাল্ডোর করা গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দলের। এদিন সুইস ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামলেই চ্যাম্পিয়ন্স লিগে ১৭৭ ম্যাচ খেলা হত পর্তুগিজ তারকার। যে রেকর্ডটি দখলে রয়েছে তাঁর প্রাক্তন সতীর্থ, রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তোর প্রাক্তন গোলকিপার ইকার ক্যাসিয়াসের। ইয়ং বয়েজের বিপক্ষে এদিনের ম্যাচে প্রথম দলে খেলে ক্যাসিয়াসের সেই নজির স্পর্শ করলেন রোনাল্ডো। ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতায় তিনিও খেলে ফেললেন ১৭৭টি ম্যাচ।

ম্যাচের ১৩ মিনিটে স্বদেশি ব্রুনো ফার্নান্ডেজের সহায়তায় ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনে রোনাল্ডো ম্যান ইউকে ১-০ ফলে এগিয়ে দিলেও ৬৬ মিনিটে গোল শোধ করেন ইয়ং বয়েজের ক্যামেরুনিয়ান উইঙ্গার নিকোলাস এনগামালেউ। রুদ্ধশ্বাস ম্যাচের একদম শেষ মূহুর্তে গোল করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জর্ডান সিবাতচু রোনাল্ডোর প্রত্যাবর্তনকে স্মরনীয় হতে দিলেন না।

ইউনাইটেডের ইংলিশ রাইটব্যাক অ্যারন ওয়ান-বিসাকা ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ইংলিশ মিডফিল্ডার জেসি লিনগার্ডকে ম্যাচের ৭২ মিনিটে রোনাল্ডোর পরিবর্তে নামান কোচ। ম্যাচের একদম শেষ মূহুর্তে লিনগার্ডের এক ভুল ব্যাকপাসের সুযোগ নিয়েই জয়সূচক গোলটা করেন সিবাতচু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest