রোনাল্ডোর ফিটনেসে দেখে হতবাক জুভেন্টাসের চিকিৎসকরাও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: ফিটনেসকে সাধনার পর্যায়ে নিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের চিকিৎসকদের অবাক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লকডাউনের পর ইতালিতে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন সিআরসেভেন। দলের অনুশীলনে যোগ দেওয়ার পর মেডিকেল টেস্ট হয় পর্তুগিজ তারকার। সেই টেস্টের ফলাফল দেখে অবাক হয়ে যান জুভেন্টাসের চিকিৎসকরা।

আরও পড়ুন: হাতি হত্যা প্রতিবাদে ক্রীড়া জগৎ, কঠোর শাস্তির দাবি কোহলি-ছেত্রীর

চিকিৎসকরাও দেখেন লকডাউনের আগে রোনাল্ডো যা ফিট ছিলেন,তা চেয়েও এখন বেশি ফিট তিনি। রোনাল্ডোর সর্বোচ্চ গতি বেড়েছে। এমনকি শরীরে ফ্যাটের পরিমাণ একটুও বাড়েনি। তিন মাসেরও বেশি সময় ধরে না খেলার পরেও এই ফিটনেস ধরে রাখা কার্যত মিরাকেলের সমান।

লকডাউনের সময়ে পর্তুগালে থাকাকালীন প্রতিদিন প্রায় চার ঘণ্টা শারীরিক কসরত করতেন রোনাল্ডো। তারই প্রতিফলন পড়েছে লকডাউনের পর তাঁর মেডিকেল রিপোর্টে। ২২ জুন মাঠে কামব্যাক করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালিয়ান সিরি এ-র ম্যাচে সেদিন বোলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।

ফটবলপ্রেমীরা মেসি এবং রোলান্ড দুই শিবিরে মাঝে মধ্যেই ভাগ হয়ে পড়েন। তবে সকলে এক কথায় স্বীকার করেন যে রোলান্ডোর ফিটনেস নিয়ে কোনও কথা হবে না।

আরও পড়ুন: সুন্দরী স্ত্রীকে ছেড়ে লকডাউনে নতুন করে কার প্রেমে পড়লেন ধোনি?

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest