আইপিএল-এর প্রস্তুতিতে মহেন্দ্র সিংহ ধোনিদের পরিকল্পনা ধাক্কা খেল। শুক্রবার চেন্নাই সুপার কিংসের সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর কথা থাকলেও তা হচ্ছে না। দু’-একদিন পিছিয়ে যেতে পারে ধোনিদের আমিরশাহি যাত্রা। ধোনিরা এখনও আমিরশাহিতে পা রাখার অনুমতি পাননি।
ধোনি, রবিন উথাপ্পা, সুরেশ রায়না, রুতুরাজ গায়কোয়াড়রা ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন। সিএসকে-র কর্তা কাশী বিশ্বনাথন বলেন, ‘‘এখনও আমরা অনুমতি পাইনি। আমরা সারাক্ষণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। বিসিসিআই আমিরশাহি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। প্রথমে আমাদের বলা হয়েছিল বুধবারের মধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র এসে যাবে। কিন্তু এখনও আমরা কিছু পাইনি।’’
গত বছরও সিএসকে বাকি দল গুলির থেকে বহু আগেই আইপিএল খেলতে আমিরশাহি হাজির হয়ে গিয়েছিল। আইপিএলে যাওয়ার আগে সিএসকে চেন্নাইতেই প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল। বৃহস্পতিবার সরকারিভাবে ছাড়পত্র পেলেই আমিরশাহি উড়ে যাবেন ধোনির। নাহলে পৌঁছনোয় বিলম্ব ঘটবে। আইপিএলের প্রথমার্ধে সিএসকে সাত ম্যাচে পাঁচ জয় সমেত লিগ টেবিলের দুই নম্বর রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করলেও সিএসকে তারপরে টানা পাঁচ ম্যাচ জেতার নজির গড়েছে। সপ্তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ হারেন ধোনিরা।
আরও পড়ুন: ২ বছরের চুক্তিতে PSG-তে সই Lionel Messi’র! আজই ঘোষণার সম্ভাবনা
সংবাদসংস্থা সূত্রের খবর মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহি পৌঁছবে শুক্রবার। তবে তারাও অনুমতির অপেক্ষায় রয়েছে। বাকি ফ্র্যাঞ্চাইজিরা কবে আমিরশাহি পৌঁছবে, সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও, জানা যাচ্ছে চলতি মাসের শেষেই আমিরশাহি পৌঁছে যেতে পারে সব দল। ইংল্যান্ডে সফররত ভারতীয় দল এবং বাকি বিদেশিরা সরাসরি আমিরশাহি পৌঁছবেন। পিটিআই-য়ের এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, কোনো বিদেশিকেই আমিরশাহি পৌঁছে কোয়ারেন্টিন সারতে হবে না।
সেপ্টেম্বরের ১৯ থেকে অক্টোবরের ১৫ পর্যন্ত আইপিএলের শেষ অংশ সম্পন্ন হবে। আইপিএলের পরে ভারতীয় বোর্ড সংযুক্ত আমিরশাহি এবং ওমানে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে।
আরও পড়ুন: টসে হেরে ব্যাটিং ভারতের, আবারও জায়গা হল না রবিচন্দ্রন অশ্বিনের