CWG 2022: Weightlifter Jeremy Lalrinnunga won gold in 67 kg, See Day 3 Full Time Table Schedule

CWG 2022 Day 3 Live: দ্বিতীয় সোনা! পঞ্চম পদক এল ভারোত্তোলনে, আজ নজরে ভারত-পাক মহারণ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কমনওয়েলথ গেমসে আরও একটি পদক জয় ভারতের। পঞ্চম পদকটিও এল ভারোত্তোলনে। জেরেমি লালরিন্নুঙ্গা পদক এনে দিলেন ভারতকে।

ক্লিন ও জার্ক বিভাগে ১৫৪ কিলো তুলতে গিয়ে পায়ে চোট পান জেরেমি। সেই চোটও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ফিরে এলেন ১৬০ কিলো তুলতে। চোখে মুখে ব্যথার লেশ মাত্র নেই। পায়ের চোট নিয়েই তুললেন। মোট ৩০০ কিলো তুললেন জেরেমি।

চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এ বার পদক এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড। মাত্র ১৯ বছর বয়সে পদক জয় জেরেমির। মিজোরামের আইজলে জন্ম তাঁর। ১৫ বছর বয়সে নেমেছিলেন যুব অলিম্পিক্সে।

কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা।

কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিন ভারতীয় সময় বিকেল ৪:৪৫ নাগাদ রিংয়ে নামবেন। পপি হাজারিকা, এবং অচিন্তা শিউলিও তাঁদের দক্ষতায় সবাইকে মুগ্ধ করবেন বলেই মত ক্রীড়া বিশেষজ্ঞদের।

এদিকে, মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। নিখাত জারিন ছাড়াও বক্সার শিব থাপা, সুমিত এবং সাগরও পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।
ভারতীয় মহিলা টেবিল টেনিস দলের একটি হতাশাজনক শুরুর পর সবার নজর পুরুষদের দিকে। রবিবার শরৎ কমলের নেতৃত্বে ভারতীয় পুরুষ দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে।

তাছাড়া, ব্যাডমিন্টন, সাইক্লিং, সাঁতার, লন বোল, স্কোয়াশ এবং জিমন্যাস্টিকসের মিক্সড ইভেন্টের দিকেও নজর থাকছে এবারের কমনওয়েলথে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest