করাচি: সম্ভাবনার কথা প্রথম উত্থাপন করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার। পরে প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ হাওয়াটা জোরালো করেন।
এবার প্রতিবেশী দেশে থেকেও সৌরভের পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দাবি উঠতে শুরু করল। পাকিস্তানের প্রাক্তন লেগ-স্পিনার দানিশ কানেরিয়া জানালেন, সৌরভ আইসিসি চেয়ারম্যানের পদে সবথেকে উপযুক্ত ব্যক্তি। তিনি এও দাবি করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড সৌরভকে সমর্থন না করলেও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক চাইলে তাঁর আইসিসি প্রধান হওয়া আটকাবে না।
আরও পড়ুন: করোনা কালে আর্থিক ধাক্কা! তা সত্বেও কাটা হচ্ছে না ক্রিকেটারদের বেতন – জানাল BCCI
পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়া। তাঁর বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ২০১২ সাল নাগাদ ইংলিশ কাউন্টিতে এসেক্সের হয়ে খেলার সময় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তারপরই আজীবন নির্বাসিত হন এই পাক ক্রিকেটার। নির্বাসিত হওয়ার পরও দীর্ঘদিন নিজের অপরাধ অস্বীকার করেছেন কানেরিয়া। শেষমেশ ২০১৮ সালে তিনি গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। নির্বাসিত থাকায় ক্রিকেট খেলা তো দূরের কথা ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপেই যুক্ত থাকতে পারেন না তিনি। সে কারণে ইদানীং আর্থিকভাবেও সমস্যায় পড়তে হচ্ছে প্রাক্তন পাক স্পিনারকে। কানেরিয়ার আশা, সৌরভ আইসিসি সভাপতি হয়ে গেলে তাঁর দিকে মানবিক দৃষ্টিতে তাকাবেন। এবং তাঁর নির্বাসন যাতে উঠে যায়, তা নিশ্চিত করতে সাহায্য করবেন।
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার কানেরিয়া। দেশের জার্সিতে ১৯টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। বহু টেস্ট ম্যাচ হেলায় জিতিয়েছেন কানেরিয়া। কিন্তু গত ৮ বছর নির্বাসনের কারণে খেলার বাইরে তিনি।